দেশে সুপারহিট কিন্তু বিদেশে নিষিদ্ধ এই ৭ ভারতীয় ছবি

বহুকাল ধরেই ভারতীয় সিনেমা ও বিনোদন জগতের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। বলিউডের ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra) হোক বা দক্ষিণের ‘আর আর আর’ (RRR) বিদেশের মাটিতে এই দুই ছবিই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন পাশাপাশি খুব ভাল ব্যবসা করেছে। কিন্তু অনেক সময় বিতর্ক , ছবির আপত্তিকর বিষয়বস্তু কারণে পাকিস্তান, সিঙ্গাপুর ও আরব লিগের বহু দেশে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়ে বহু ভারতীয় ছবিকে। এমন বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিনেতা অক্ষয় কুমারও। জেনে নিন বিদেশে ৬টি ভারতীয় ছবি নিষিদ্ধ করা হয়েছিল।

ডার্টি পিকচার(Dirty Picture): দক্ষিণ ভারতের সাহসী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল এই ছবিটি। অভিনেত্রী বিদ্যা বালান ছাড়াও নাসিরউদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবির গল্পে সিল্ক স্মিতার সাহসীকতার ঘটনা দেখানো হয়েছিল। এই জন্য কুয়েতে সহ বহু দেশে এই ছবি নিষিদ্ধ করা হয়।

 

ও মাই গড(Oh My God): অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত এই ছবির নির্মাতাদের ভারতেও বিরোধের মুখে পরতে হয়েছিল। যার কারণ, এই ছবির মাধ্যমে তার ঈশ্বর সম্পর্কে মানুষের মনে থাকা সকল ধারণাকে কুসংস্কার বলে প্রমাণ করতে চেয়েছিল। এই কারণে শুধু মাত্র ভারত নয়, বিদেশেও এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল।

বোম্বে(Bombay): ভারতীয় সিনেমার অন্যতম সেরা ছবি হল ‘বোম্বে’। বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ও দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী অভিনীত এই ছবির গল্পে উঠে এসেছিল মুম্বাই দাঙ্গার ঘটনা। গল্পে এক হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের প্রেম কাহিনী দেখানো হয়েছে। ছবির বিষয়বস্তুর জন্য সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছিল।

বেল বটম(Bell bottom): অক্ষয় কুমার ও লারা দত্তকে দেখা গিয়েছিল এই ছবিতে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় লারা দত্তকে দেখা সকলে প্রশংসাও করেছিল। কিন্তু শুধু মাত্র একটি দৃশ্যের জন্য তিনটি আরব দেশে নিষিদ্ধ করা হয়েছিল এই ছবিটিকে।

প্যাডম্যান (Padman): মহিলাদের মাসিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ছবি নির্মাণ করা হয়েছিল। ছবিতে অক্ষয় কুমার, রাধিকা আপ্তে, সোনাম কাপুরকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু সমালোচকদের প্রশংসা পাওয়ার পরেও ভারতে ছবিটিকে প্রতিবাদের মুখে পরতে হয়েছিল। আর প্রতিবেশী দেশ পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল।

 

বেবি (Baby): ভারতীয় সিনেমার স্পাই থ্রিলারগুলোর মধ্যে সবচেয়ে প্রশংসিত ছবিগুলো মধ্যে নাম রয়েছে এই ছবির। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অনুপম খের, রানা দাগ্গুবতি, তাপসী পান্নু ও ড্যানিকে। এই ছবিটিও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল। সে দেশের তরফে জানানো হয়েছিল এই ছবির মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাই এই ছবি নিষিদ্ধ করেছেন তারা।

কুরুপ : মালায়ালাম ক্রাইম থ্রিলার ফিল্মে দুলকার সলমন, শোভিতা ধুলিপালা, এমনকি মনোজ বাজপেয়ীও রয়েছেন। মুভিটি কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল একটি অপরাধীকে দেখানোর জন্য যে ভারত থেকে পালিয়ে কুয়েতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।