স্ত্রীকে দেননি সামাজিক স্বীকৃতি, স্ত্রী সন্তানদের পরিচয় আজও কেন গোপন করেন সানি দেওল?

লুকিয়ে বিয়ে, স্ত্রী ও সন্তানদের পরিচয় আজও কেন গোপন রেখেছেন সানি? জানুন সত্যিটা

All You Need To Know About Sunny Deol And Her Wife Puja Deols Secreat Marriage

বলিউড (Bollywood) অভিনেতা সানি দেওলকে (Sunny Deol) চেনেন না এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া ভার। একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ফিল্মের দুনিয়াতে একচেটিয়া রাজত্ব করেছেন তিনি। ধর্মেন্দ্র পুত্র সানি বাবার দেখানো পথে হেঁটে বেশ ভালই সমর্থন ও সাফল্য পেয়েছিলেন। তবে তার ব্যক্তিগত জীবন বিশেষ করে প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে।

একসময় গোটা দেশে মহিলাদের হার্টথ্রব ছিলেন সানি দেওল। বলিউডের বহু নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যেত সেই সময়। তবে অনেকেই হয়ত জানেন না ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই বিবাহিত ছিলেন সানি। তার স্ত্রী পূজা দেওলের (Puja Deol) নাম অনেকে শুনে থাকলেও অনেকেই তাকে সরাসরি চেনেন না। তারকা-পত্নী হওয়া সত্ত্বেও পূজা সব সময় নিজেকে ক্যামেরা থেকে দূরেই রেখেছেন।

পূজার জন্ম হয়েছিল ব্রিটেনে। তিনি সেখানেই বেড়ে উঠেছিলেন। পূজার মা ব্রিটিশ এবং বাবা হলেন ভারতীয়। ১৯৮৪ সালে পূজা এবং সানি নাকি চুপিচুপি বিয়ে করেছিলেন বলে শোনা যায়। তবে বিয়ের খবর বহু বছর পর্যন্ত লুকিয়েছিলেন তারা। এমনকি বিয়ের খবর যাতে জানাজানি না হয় তার জন্য পূজা নাকি বহু বছর পর্যন্ত ইংল্যান্ডেই ছিলেন।

সানি যে বিবাহিত ছিলেন, এ কথা বহু বছর পর্যন্ত কেউ জানতে পারেননি। পূজার পরিচয়টা তাই সানির অনুরাগীদের কাছে একটা ‘মিস্ট্রি’ হিসেবে থেকেছে। নেট ঘেঁটে তাদের বিয়ের ছবিও বড় একটা পাওয়া যায় না। পরে যখন তাদের বিয়ের কথা জানাজানি হয় তখনও পূজা নিজেকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না পূজা সানির বহু হিট ছবির কাহিনী লিখেছেন।

সানির স্ত্রী পূজা সংসার সামলানোর পাশাপাশি লেখালেখি করেন। তিনি সানির ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির স্ক্রিন প্লে যৌথভাবে লিখেছিলেন। যদিও তার কোনও ক্রেডিট তিনি পাননি। পূজা এবং সানির দুই সন্তান রাজিব ও করণও সবসময় নিজেদেরকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে রেখেছেন। দুই ভাইয়ের সঙ্গে মায়ের বন্ডিং খুবই মজবুত।

আসলে সানির সন্তান হওয়ার কারণে ছোটবেলায় মাঝেমধ্যেই বেশ বিপদে পড়ে যেতে হত করণ এবং রাজিবকে। ‘গদর’খ্যাত তারকার ছেলে করণ একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্কুলে একবার তার একজন সিনিয়র কোলে করে ওপরে তুলে দিয়ে তাকে বলেছিল, ‘‘তুমি যদি সানি দেওলের ছেলে হও তাহলে নিজেকে বাঁচিয়ে দেখাও!’’ ছোটবেলায় ‘দেওল’ হওয়াটা সানির সন্তানদের জন্য খুবই কষ্টকর ছিল।