ঢাকঢোল পেটালেও দেখতে আসেনি কেউ, ট্রেলার হিট হয়েও বাস্তবে সুপার ফ্লপ এই ৫টি ছবি

তাবড় তাবড় অভিনেতা, ঝাঁ চকচকে সিনেমাটোগ্রাফি, হিল্লি-দিল্লি ঘুরে এমনকি দেশের বাইরে ঘুরে ঘুরে বড় বাজেট নিয়ে ছবি বানিয়েও বলিউডে সেই ছবি ফ্লপ (Bollywood Flopp Movie) হতেই পারে। এর আগে ইন্ডাস্ট্রিতে এমন বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে যার ট্রেলার ছিল দুর্ধর্ষ। তবে ট্রেলার দেখে যে আশা নিয়ে দর্শকরা সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলেন সেই আশা তাদের ভেঙে যায়। তাই ট্রেলার হিট হলেও এই ছবিগুলো ছিল আদতে সুপার ফ্লপ। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছে কোন কোন ছবি।

জব হ্যারি মেট সেজল (Jab Harry Met Sejal) : ‘রব নে বানা দি জোড়ি’, ‘জব তক হ্যায় জান’ এর পর শাহরুখ খানের সঙ্গে অনুষ্কা শর্মার জুটিতে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিটি। ছবিটি ঘিরে যতটা আশা ছিল দর্শকদের তার রীতিমত ব্যর্থ হয় ছবি মুক্তির পর। ছবিটির ট্রেলার কিন্তু ২১ মিলিয়ন ভিউ পেয়েছিল। কিন্তু ৯০ কোটি টাকা বাজেটের এই ছবি বক্স অফিস থেকে মাত্র ৬২ কোটি টাকাই তুলতে পেরেছে।

কলঙ্ক (Kalank) : সঞ্জয় লীলা বানসালি বড় বড় তারকাদের নিয়ে বেশ ধুমধাম করেই ছবিটি বানিয়েছিলেন। বাজেটে কোনও কমতি রাখেননি তিনি। ছবিটির ট্রেলার পেয়েছিল ৩৭ মিলিয়ন ভিউ। অথচ এই ছবি যখন মুক্তি পায় তখন দর্শকের সংখ্যা কিন্তু অনেক কমে যায়। ১৩৭ কোটি টাকা খরচ করে কেবল ৮০ কোটি টাকাই তুলতে পেরেছিলেন নির্মাতারা।

থাগস অফ হিন্দুস্তান (Thugs Of Hindostan) : পিরিয়ড ড্রামা ভিত্তিক এই ছবিটিও দর্শকদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি। অথচ যখন ছবিটি বানানোর খবর প্রকাশ্যে আসে তখন দর্শকদের উৎসাহ ছিল দেখার মত। ৩০০ কোটি টাকা বাজেট নিয়ে বড় করে বানানো হয়েছিল ছবি। ছবির ট্রেলার পেয়েছিল ১১১ মিলিয়নেরও বেশি ভিউ। কিন্তু মুক্তির পর ছবিটি মাত্র ১৫১ কোটি টাকা তুলতে পেরেছিল।

জিরো (Zero) : এই ছবিটিই এ পর্যন্ত শাহরুখ খানের অভিনীত সর্বশেষ মুভি। ছবিতে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ ছিলেন শাহরুখের বিপরীতে। ২০০ কোটি টাকা বাজেটের ছবির ট্রেলার পেয়েছিল ১২৩ মিলিয়ন ভিউ। কিন্তু মুক্তি পাওয়ার পর মুখ থুবড়ে পড়ে জিরো।

জগ্গা জাসুস (Jagga Jasoos) : অনুরাগ বাসুর পরিচালনায় জগ্গা জাসুস ছবিটিও ছিল সুপার ফ্লপ। ছবিটির ট্রেলার থেকে দশ লক্ষ ভিউ এসেছিল। ১৩১ কোটি টাকা বাজেট রেখে বানানো হয় এই ছবিটি। কিন্তু বক্স অফিস থেকে মাত্র ৫৩ কোটি টাকা উপার্জন হয়েছিল।