অমিতাভ-সালমানদের ছবি তুলেই কোটিপতি, বলিউডের এই ফটোগ্রাফারের আয় চমকে দেবে

কাগজ বিক্রেতা থেকে ফটোগ্রাফার, অমিতাভের সালমানদের ছবি তুলেই কোটিপতি হয়েছেন এই ব্যক্তি

Photographer Munna Thaakur : স্বপ্নপূরণে ইচ্ছা নিয়ে সকলে মুম্বাই (Mumbai) আসেন। কারুর স্বপ্ন অভিনেতা তো কারুর পরিচালক আবার কারুর সিনেমার জগতের অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা। এমন বহু মানুষের স্বপ্ন পূরণ করেছে স্বপ্নের নগরী মুম্বাই। তবে অনেকেই নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। তাই হারিয়ে গিয়েছেন।

আমরা বলিউডের (Bollywood) অনেক নায়ক-নায়িকার স্বপ্ন পূরণের গল্প শুনিছি। কিন্তু এমন একজনের জার্নি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, যাকে ছাড়া চলে না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), সুনীল শেঠি (Sunil Shetty), সলমন খানের (Salman Khan) মতো তারকাদের। ইনি কোনও অভিনেতা বা পরিচালক নন, ইনি হলেন বলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার মুন্না ঠাকুর (Munna Thaakur)

Munna Thaakur

মাত্র ২৪ টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এই স্বপ্নের নগরী মুম্বাইতে উপস্থিত হয়েছিলেন তিনি। খরচা চালানোর জন্য এক সময় খবরের কাগজ বিক্রি করতে হয়েছে তাকে। ৪৭ বছর বয়সী মুন্নার জন্ম আকোলায় (Akola)। খুব দরিদ্র পরিবারে বড় হয়েছেন তিনি। কিভাবে সংসার চালাবেন এই কথাই ভাবতেন তিনি। ক্লাস সেভেনের পর স্কুল ছেড়ে দেন তিনি।

স্কুল ছাড়ার পর কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতেন তিনি। দিনমজুর, রংমিস্ত্রির কাজ করেছিলেন তিনি। তার ১৯৯১ সালে মুম্বাই আসেন তিনি। এখানে এসে হিরে পালিশ ও ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করেছিলেন তিনি। তারপর একটি স্টুডিয়োর খবরের কাজ বিক্রি করা শুরু করেন তিনি। সেখানেই বিলাল বলে একজনের কাছ থেকে ক্যামেরার কাজ‌ শিখেছিলেন তিনি। এরপর অর্জুন রামপালের বাড়িতে গিয়ে তাকে অনুরোধ কারায় তিনি ফটোশুট করতে রাজি হয়েছিলেন।

Munna Thaakur

আরও পড়ুন : ৩০০০ কোটির সম্পত্তির মালিক, তবুও কেন এক কামরার ফ্ল্যাটে থাকেন সালমান খান?

সলমন খান ও সুনীল শেঠি তার কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। নবাগত তারকাদের মুন্না কাছ থেকে ফটোশুট করানোর পরামর্শ দিতেন তারা। এক সময় অভিনেতা সোনু সুদের (Sonu Sood) সঙ্গে এক বাড়িতে থাকতেন তিনি। এখনও তাদের মধ্যে অনেক বন্ধুত্ব রয়েছে।

Munna Thaakur

আরও পড়ুন : কত টাকার মালিক সোনু সুদ, প্রকাশ্যে এলো তার সম্পত্তির পরিমাণ

কিন্তু এখন মুন্নার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে। এখন তাকে ইন্ডাস্ট্রির সকলেই চেনে এক ডাকে। তার কাছেই ফটোশুট করতে চান জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। আর এই ফটোগ্রাফি করেই প্রতি বছর প্রায় ২৫ লক্ষ‌ টাকা উপার্জন করেন তিনি।