বলিউড ছেড়ে খুলেছেন সেলুন, চুল কেটে আজ পেট চালাচ্ছেন সলমানের এই অভিনেত্রী

সালমান খান (Salman Khan) এবং ভাগ্যশ্রী জুটির একটিই মাত্র সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে (Maine Pyar Kiya) খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। কোঁকড়ানো চুল, স্বভাবে উগ্র, হিংসেতে পরিপূর্ণ মন, ‘সীমা’ চরিত্রে অভিনয় করেছিলেন। খুব সহজেই দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন পরভিন দস্তুর ইরানি (Pervein Dastur Irani)। এরপরেও বলিউডে বেশ কিছুদিন কাজ করেছেন। তবে দীর্ঘ কয়েক দশকে তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। কোথায় হারিয়ে গেলেন নায়িকা?

প্রথম ছবিতেই খলনায়িকার ভূমিকায় নজর কেড়েছিলেন যিনি তিনি তার পরেও বলিউডের নামিদামি তারকার সঙ্গে কাজ করেছেন। মনীষা কৈরালার সঙ্গে ‘দিল কে ঝরোকে মে’তে মিলেছে তার উপস্থিতি। শাহরুখ খানের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করেন। তারপর তিনি নিজেই সরে আসেন বলিউড থেকে। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? টাইমস অফ ইন্ডিয়াকে কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, “অভিনয় থেকে অনেক আগেই সরে এসেছিলাম আমি। আমরা যখন ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে আসি খুব বেশি বিষয়বস্তু নির্ভর ছবি তৈরি হত না।

সকলে বলত ‘আপনি ঘোড়া চালাবেন? সুইমিং পোশাক পরবেন?’ উল্লেখযোগ্য কোনও কাজের সুযোগ ছিল না।ফলে সরে আসি। অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি। এয়ার ইন্ডিয়ায় ১৫ বছর এয়ার হোস্টেসের চাকরি করেছি। বহু বছর হেয়ার স্টাইলিং করেছি। থিয়েটার করেছি।” ছোট থেকে তিনি যে অভিনয় করতে চাইতেন এমনটা নয়। কলেজে পড়ার সময় তিনি মডেলিং করতে শুরু করেন। তখন এক পরিচালক তাকে থিয়েটারে কাজ করার পরামর্শ দেন। অভিনেত্রী এতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রথমে একটি ছোট চরিত্র দিয়ে ডেবিউ করেন। তারপর একটি নাটকে নাসিরউদ্দিন শাহের চরিত্র ফুটিয়ে তোলেন মঞ্চে।

থিয়েটারে অভিনয় করতে করতে সুরজ বার্জাতিয়ার নজরে পড়ে যান। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য তাকে কাস্ট করা হয়। অভিনেত্রী কথায়, “আমার কাছে সুযোগ হেঁটে-হেঁটে এসেছিল। মনে হল, ঠিক আছে করে নিই। তবে কোনওদিন সিনেমায় নিজের কেরিয়ার তৈরি করার ইচ্ছে আমার ছিল না।” তবে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবতী বলে মনে করেছিলেন তিনি। এরপর মনীষা কৈরালার সঙ্গে এবং শাহরুখ খানের সঙ্গে পরপর দুটি ছবিতে অভিনয় করেন। তিনি আসলে ছবি বাছাই করার ক্ষেত্রে খুব খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তিনি বলেন সকলের “সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য নই।”

এরপরেও তার কাছে কিছু ছবির প্রস্তাব আসে। তবে খল চরিত্রে তিনি আর অভিনয় করতে চাননি। অভিনেত্রী বলেন, “চরিত্রগুলো নেতিবাচক বলে ‘না’ করেছি, এমনটা কিন্তু নয়। ভেবে পেতাম না, কেন আমাকেই অফার করা হল। ছোট শহর কিংবা গ্রাম থেকে বলিউডে কেরিয়ার করতে এলে আমি হয়তো এই চরিত্রগুলোই বেছে নিতাম।” নিজের কেরিয়ার নতুন করে শুরু করতে চেয়েছিলেন। তাই বলিউডের হাতছানি এড়িয়ে এয়ার হোস্টেসের কাজ করতে শুরু করেন। নিউইয়র্ক থেকে হেয়ারস্টাইলিং নিয়ে পড়াশোনা করেছিলেন। নিজেই নিজের একটা ছোট্ট সেট আপ তৈরি করে নেন।

বর্তমানে এই অভিনেত্রী নিজের হেয়ারস্টাইলিংয়ের কাজ নিয়ে মগ্ন রয়েছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন,“আমার খুব বাছাই করা ক্লায়েন্ট আছেন। অ্যাপয়েনমেন্ট ছাড়া আমি কাজ করি না। গত ২৫ বছর এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি। একদিকে এয়ার হোস্টেসের কাজ, অন্যদিকে হেয়ার স্টাইলিং… দুটোই করেছি।” যদিও বলিউড ছাড়লেও অভিনয়ের সঙ্গে সম্পর্ক এক নিমিষে মিটিয়ে ফেলেননি। থিয়েটারে একনাগাড়ে কাজ করে গিয়েছেন।