বলিউড (Bollywood) তারকাদের মধ্যে অনেকেই কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতে অভিনয় ছেড়ে দিয়েছেন। বিশেষ করে ৮০-৯০ এর দশকের অভিনেত্রীরা ৩০ ফেরানোর পর নিজেদের অভিনয় জগত থেকে সরিয়ে নেন। তারপর হয়তো বহু বছর পর আবার তাদের খোঁজ মেলে, কোনও কাজের জন্য তারা আবার খবরে আসেন। ‘কুরবান’ ছবির নায়িকা আয়েশা জুলকাও বহু বছর বাদে আবার সংবাদমাধ্যমে শিরোনাম দখল করলেন।
আয়েশা খুব ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার পরিবার ছিল তার ইচ্ছার ঘোর বিরোধী। তবে আয়েশার জেদের কাছে তাদের কোনও আপত্তিই চলেনি। ১৯৯১ সালে ‘কুরবান’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আয়েশা (Ayesha Jhulka)। এই ছবি ব্যাপক হিট হয়েছিল। কিন্তু আয়েশার কেরিয়ারের মেয়াদ ছিল স্বল্প। তিনি আরও বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেভাবে সাফল্য পাচ্ছিলেন না।
‘দালাল’ ছবিতে অভিনয় করার পর আয়েশার কেরিয়ারের গ্রাফ অনেকটা নিচে নেমে যায়। এরপর তিনি ‘আঁচ’ ছবিতে অভিনয় করেন এবং কিছুটা সাফল্যের মুখ দেখেন। আয়েশা তার জীবনে ৫২ টি ছবিতে অভিনয় করেছিলেন। তার দীর্ঘ ২৭ বছরের ফিল্মি কেরিয়ারে নানা পাটেকার, সালমান খান, মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের সঙ্গে তার সম্পর্কের খবর রটেছিল।
বলিউডের একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকেই বিয়ে করেননি তিনি। শেষমেষ ২০০৩ সালে ব্যবসায়ী সমীর ভাশিকে বিয়ে করে বিনোদন জগত থেকে অবসর নেন আয়েশা। তবে এর মধ্যে তিনি কিছু স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেই সঙ্গে আয়েশা তার ব্যক্তিগত জীবনের একটি বিষয়ে সংবাদমাধ্যমে শিরোনাম দখল করেছেন।
আয়েশা এবং সমীরের নিজের কোনও সন্তান নেই। কিন্তু তারা ১৬০ সন্তানের বাবা-মা হয়েছেন। ১৬০টি শিশুর ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তারা। আয়েশা সংবাদ মাধ্যমের কাছে বলেন জীবনে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একদিন তিনি সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে তার স্বামীর সঙ্গে কথা বলেন।
স্বামী-স্ত্রী বিয়ের পর গুজরাটের দুটি গ্রাম দত্তক নিয়ে নেন। সেখানকার ১৬০টি শিশুর সমস্ত দায়িত্ব নিয়েছেন তারা। সন্তানদের মুম্বাইতে এনে নিজেদের কাছে রাখতে না পারলেও তাদের কাছে মাঝেমধ্যেই চলে যান তারা। এভাবেই তারা সন্তান সুখ উপভোগ করছেন।