রাতারাতি জগদ্ধাত্রী ছাড়লেন অভিনেত্রী, এবার তাকে দেখা যাবে এই নতুন সিরিয়ালে

জি বাংলার (Zee Bangla) সব থেকে জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে জগদ্ধাত্রী (Jagadhatri)। টিআরপি তালিকাতে চ্যানেল টপার হয়ে আসছে সিরিয়ালটি। সেই সঙ্গে বেশ কয়েক সপ্তাহ আগে পর্যন্ত টিআরপিতে টপার হত জগদ্ধাত্রী। বর্তমানে অনুরাগের ছোঁয়ার কারণে জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলা সিরিয়ালের নবাগতা অঙ্কিতা মল্লিককে মুখ্য ভূমিকায় ভালভাবেই গ্রহণ করেছেন দর্শকরা।

এই সিরিয়ালে শুধু অঙ্কিতা নন, তার পাশাপাশি আরও অনেক দাপুটে অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন। এই সিরিয়ালে কৌশিকী মুখার্জীর ভূমিকায় রূপসা চক্রবর্তী, মেহেন্দির চরিত্রে ঋতুরাই আচার্য, জগদ্ধাত্রী সৎ মায়ের ভূমিকায় কাঞ্চনা মৈত্রদের বেশ পছন্দ করছেন দর্শকরা। তবে জগদ্ধাত্রী নিয়মিত দর্শকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ।

JAGADHATRI

কিছুদিন আগেই জগদ্ধাত্রী ছেড়ে গিয়েছিলেন মেহেন্দি চরিত্রাভিনেত্রী সঞ্চারী দাস। তার বদলে নতুন অভিনেত্রী হয়ে এসেছেন ঋতুরাই। জগদ্ধাত্রীর বোনের ভূমিকাতে সঞ্চারীর অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। বর্তমানে তারা ঋতুরাইকেও বেশ ভালভাবেই গ্রহণ করেছেন। অন্যদিকে সিরিয়ালের আরেক অভিনেত্রী কাঞ্চনাকেও অন্য একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে।

সান বাংলাতে শুরু হয়েছে নতুন সিরিয়াল ফাগুনের মোহনা। এই সিরিয়ালে কাঞ্চনা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। যে কারণে তাকে আগামী কিছুদিন জগদ্ধাত্রী সিরিয়ালে হয়তো নাও দেখা যেতে পারে। এখন শোনা যাচ্ছে সিরিয়াল থেকে নাকি বিদায় নিতে চলেছেন আরও একজন অভিনেত্রী।

JAGADHATRI

জগদ্ধাত্রী থেকে আরো একজন অভিনেত্রীকে কালার্স বাংলার নতুন সিরিয়াল ‘নায়িকা নাম্বার ওয়ান’-এ অভিনয় করতে দেখা যাচ্ছে। তার নাম সোমাশ্রী চাকি। তিনি এখন ‘জগদ্ধাত্রী’তে জগদ্ধাত্রীর পিসির ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু নতুন সিরিয়ালের কারণে জগধাত্রীর পিসিকে হয়ত আর নাও দেখা যেতে পারে জি বাংলার পর্দায়।

JAGADHATRI

বর্তমানে জগদ্ধাত্রীকে একটা টানটান উত্তেজনাময় ট্র্যাক চলছে। জগদ্ধাত্রী এখন জীবন-মৃত্যুর মুখোমুখি। জগদ্ধাত্রীকে গুলি করে মেরে ফেলার চেষ্টা হয়। এদিকে রাজনাথ মুখার্জী উৎসবকে পুলিশের হাত থেকে বাঁচাতে তার মৃত্যু নিয়ে মিথ্যে কথা রটিয়েছেন। তাকে সকলের চোখে ফাঁকি দিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু জগদ্ধাত্রী এই ষড়যন্ত্র সফল হতে দেবে কিনা সেটাই এখন দেখার।