Bollywood Actors From IIT : অভিনয় দুনিয়ার তারকা মানেই কম শিক্ষিত, এমন ধারণা অনেকেই মনে মনে পোষণ করেন। তবে আপনি কি জানেন বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা পড়াশোনাতে জিনিয়াস ছিলেন? তাদের শিক্ষাগত যোগ্যতা (Bollywood Stars Educational Qualification) জানলে আপনি চমকে যাবেন। এরা প্রত্যেকেই আইআইটি (IIT Bollywood Actors) থেকে পাশ করেছেন। চাইলে মোটা মাইনের চাকরিও পেতেন। কিন্তু সব ছেড়ে এসেছেন অভিনয়ে। এক নজরে দেখে নিন এই তালিকায় কারা রয়েছেন।
জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) : অভিনয় দুনিয়াতে এই অভিনেতা এখন দুর্দান্ত সফল। ওয়েব সিরিজ দিয়ে কাজ শুরু বলিউড সিনেমাতেও কাজ করছেন চুটিয়ে। জিতেন্দ্র কোটা ফ্যাক্টরি, পঞ্চায়েত সিরিজে অভিনয় করেন। এরপর ‘শুভমঙ্গলম জ্যায়দা সাবধান’ ছবিতে অভিনয় করেন। তিনি আইআইটি খড়গপুর থেকে বিটেক পাস করেছেন।
নীতিশ তিওয়ারি (Nitesh Tiwari) : ইনি হলেন বলিউডের একজন প্রখ্যাত পরিচালক। সেই সঙ্গে চিত্রনাট্যকার এবং গীতিকার হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি চিল্লার পার্টি, দঙ্গল, ছিঁছড়ে, ভূতনাথ রিটার্নসের মত সিনেমাতে অভিনয় করেছেন। তিনিও আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করেন।
মনসুর খান (Mansoor Khan) : মনসুর খান চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয় বলিউডে। তিনিও আইআইটি বোম্বে থেকে স্নাতক হয়েছিলেন। তবে চাকরির দিকে না গিয়ে তিনি সিনেমার পরিচালনার কাজে মন দেন।
বরুণ গ্রোভার (Varun Grover) : গীতিকার এবং চিত্রনাট্যকার হিসেবে বরুণ গ্রোভারের বেশ পরিচিতি রয়েছে ইন্ডাস্ট্রিতে। তিনি এশিয়ার বিখ্যাত ইউনিভার্সিটির বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আইটি বিভাগে পড়াশোনা করেন। তারপর চাকরি না করে বলিউডে পা রাখেন।
অরুনাভ কুমার (Arunabh Kumar) : অরুনাভ কুমারও একজন আইআইটিয়ান। ভাইরাল ফিভারের সিইও তথা অভিনেতা হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। তিনি আইআইটি খড়্গপুরের মত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন।
আরো পড়ুন : এক মহিলার সঙ্গে ‘যৌন সম্পর্ক’! রেখা ‘সমকামী’ জেনেই কি আত্মঘাতী হন স্বামী মুকেশ?
বিপুল গোয়েল (Vipul Goyal) : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সূত্রে বেশ জনপ্রিয় বিপুল। তিনি একজন প্রখ্যাত কমেডিয়ান। তিনিও আইআইটি বোম্বে থেকে স্নাতক হয়েছিলেন। পরে পেশা বদলে নেন বিপুল।
আরো পড়ুন : স্কুলের বাথরুমে লুকিয়ে এই কাজ করতেন আলিয়া, হাতেনাতে ধরা পড়ে পেতে হয় কঠিন শাস্তি