বাদাম কাকুর অনুকরণে বিমুর ‘কাচা বাদাম’ গান মন ছুঁয়ে গেল নেটিজেনদের

বীরভূমের ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের বাঁধা কাঁচা বাদাম (Kacha Badam) গান আজ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং। ইউটিউবার স্যান্ডি সাহা থেকে শুরু করে বাংলাদেশের নায়ক হিরো আলম, রানু মন্ডল, বাদাম গানে গলা মেলাতে বা কোমর দোলাতে বাকি থাকলেন না কেউ। তবে এবার একেবারেই ভিন্ন স্বাদের ‘কাঁচা বাদাম’ নিয়ে নেট পাড়ায় হাজির হলেন বিমু খন্দকার (Bimu Khandakar)।

বাংলাদেশে সবার পরিচিত শিশু শিল্পী বিমুর গান ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। গানটি অবশ্য ভুবন বাদ্যকরেরই। বিমু নিজের মতো করে অভিনয় করেছেন এই গানে। এক বাদাম বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইউটিউবে আপলোড করা হয়েছে সেই শর্ট ফিল্ম। যেখানে বাদাম বিক্রেতা একটি মেয়ের জীবনের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

বিমু খন্দকার ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে নেটিজেনদের কাছে বেশ পরিচিত মুখ। এর আগেও একাধিক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এবার তিনি বাদাম কাকুর ‘কাঁচা বাদাম’ গান ব্যবহার করে আরও একটি নাটকে অভিনয় করে ফেললেন। গানের ভাষা নিজের মতো করে বাড়িয়ে নিয়েছেন তিনি। তবে ভুবন বাদ্যকরকে তার ক্রেডিট দিতে ভোলেননি বিমু।

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খুদে বাচ্চার সঙ্গে মিলে রাস্তায় বাদাম বিক্রি করছেন বিমু। বাদাম কিনতে এসে সকলেই তাদের গানের তালে কোমর দোলাচ্ছেন। এমন একটি ভিডিও নেটিজেনদের যেমন আনন্দ দিয়েছে, বিনোদন যুগিয়েছে তেমনই ভিডিওর প্রথম এবং শেষ ভাগে বিমুর জীবনের গল্প দর্শকদের আবেগপ্রবণ করে দিয়েছে।

ছোট্ট বিমুর অভিনয় ফের একবার মুগ্ধ করলো দর্শকদের। একইসঙ্গে মুগ্ধ করেছে তার মানসিকতা। এর আগে ভুবন বাদ্যকরের গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করে প্রচুর অর্থ উপার্জন করেছেন অনেকেই। তবে ভুবন বাদ্যকরকে কৃতজ্ঞতাটুকুও জানাননি। সেই জায়গায় বিমু ভুবন বাদ্যকরের নাম উল্লেখ করে গায়ককে সম্মান জানাতে ভোলেনি।