‘কোনও গল্প নেই, ফালতু সিরিয়াল’, যমুনা ঢাকি বন্ধের দাবিতে সরগরম নেটপাড়া

দেখতে দেখতে ৫০০ পর্ব অতিক্রম করে গেল জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)। শুরু থেকেই টিআরপি লিস্টে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ঢাকির মেয়ের জমিদার বাড়ির বউ হওয়ার গল্পটা সকলেরই বেশ পছন্দের। তার উপর আবার ধারাবাহিকের প্রতি পরতে পরতে রয়েছে ষড়যন্ত্র, টানটান উত্তেজনা আর ঘুরেফিরে সেই নায়কের বারবার বিয়ে!

গল্পের প্লট বারবার একই দিকে যাচ্ছে দেখে এবার সিরিয়াল বন্ধের দাবি তুললেন নেটিজেনদের একাংশ। ৫০০ পর্বতেই শেষ হোক যমুনা ঢাকির পথ চলা, চাইছেন নেটিজেনরা। ধারাবাহিকের কলাকুশলীরা ৫০০ পর্বতে কেক কেটে সেলিব্রেশন করেছেন। সেই ভিডিও তারা তুলে ধরেছেন সমাজ মাধ্যমে। সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে চোখ রাখলেই চোখে পড়ছে এমনই সব কমেন্ট।

বারবার আর্যার ষড়যন্ত্রের কবলে পড়ছে যমুনা। যমুনার শ্বশুরবাড়ির সদস্যরাও আর্যাকে সাহায্য করছে। সঙ্গীতকে পাওয়ার জন্য যমুনাকে খুন করতেও পিছুপা নয় তারা। সব ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে জ্যোতি সেন হয়ে আবার ফিরেছে যমুনা। কিন্তু ধারাবাহিকের মোড় সেই আর্যা এবং সঙ্গীতের বিয়েতে আটকে গিয়েছে ফের। এভাবে ‘এক ছেলের হাজারবার বিয়ে’ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে পড়লেন দর্শকরা।

৫০০ পর্বের সেলিব্রেশনে ধারাবাহিকের পুরো টিমের তরফ থেকে একটি সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্য, সঙ্গীত ওরফে রুবেল দাসসহ ধারাবাহিকের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। অনুরাগীদের জন্য জি বাংলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। তবে শুভেচ্ছার বার্তার বদলে ধারাবাহিক বন্ধের দাবিই কমেন্ট বক্সে বেশি চোখে পড়ছে।

নেটিজেনদের মধ্যে কেউ লিখলেন, ‘এই ডিম পঁচা টমেটো পঁচা সিরিয়াল টা বন্ধ করা উচিত’! কারও বক্তব্য, ‘অভিনয় সবার ভালো কিন্তু গল্প সে আর বলার নয়। স্ক্রিপ্ট রাইটারকে নোবেল দেওয়া উচিত’। কেউ আবার সরাসরি লিখলেন, ‘বাজে একটা সিরিয়াল এক ছেলের হাজার বার বিয়ে… জানিনা এটা আবার কার প্রিয় সিরিয়াল।’ তাই এবার ভালই ভালই ৫০০ পর্বতেই ইতি হোক যমুনা ঢাকির! চাইছেন দর্শকরা।