Biggest Flop Movies Of Bollywood: বর্তমানে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে যে ছবি বানানো হয় তার বাজেট থাকে বেশ চড়া। কিন্তু সব ছবিই যে ভালো উপার্জন আনে তা নয়। বছরে যতগুলো ছবি রিলিজ করে বলিউড, হাতেগোনা কয়েকটা ছবিই কেবল সুপারহিট হয় এই বাজারে। বাকিগুলোর মধ্যে ফ্লপের সংখ্যাই বেশি। বলিউডের সবথেকে ফ্লপ সিনেমা কোনটি জানেন? জানেন কোন সিনেমার পেছনে কোটি কোটি টাকা খরচ করে লাখ টাকা তুলতেও হিমশিম খেয়েছিলেন নির্মাতারা?
ছবির নাম ‘দা লেডি কিলার’ (The Lady Killer)। এতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর ও ভূমি পেডনেকার। ছবির কাস্টিং ভালো ছিল। ছবি বানাতেও ৪৫ কোটি টাকা খরচ করা হয়েছিল। কিন্তু তবুও যখন সিনেমাটি সিনেমা হলে মুক্তি পায় তখন মাত্র ১ লক্ষ টাকা উপার্জন করেছিল। এ যাবৎ কালে বলিউডের সবথেকে ফ্লপ সিনেমা বলা যেতে পারে একে। তাই বলে কিন্তু এই নয় যে সিনেমার গল্প ভালো ছিল না। আসল কথা ছিল অন্য।
আসলে এই সিনেমাটি সিনেমা হলে কবে এসেছে আর কবে উঠে গিয়েছে তা কেউই জানতে পারেননি। ছবিটিকে অসম্পূর্ণ অবস্থায় মুক্তি দেওয়া হয়েছিল। ছবিটিকে আসলে বানানো হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তার উপর আবার ছবিটি বানাতে গিয়ে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। তাই সিনেমাটির কাজ সম্পূর্ণ করতে দেরি হয়ে যায়।
২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটিকে মুক্তি দিতে হবে, এমন শর্ত চাপানো ছিল। যে কারণে নির্মাতাদের ছবিটিকে অসম্পূর্ণ রেখেই মুক্তি দিতে হয়েছিল। এদিকে এই ঘটনাতে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন অর্জুন কাপুর এবং ভূমি। যে কারণে তারা সিনেমাটির প্রচারে নামতেও রাজি হননি।
সিনেমা মুক্তির আগে কিংবা পরে, অর্জুন এবং ভূমি কোনও সাক্ষাৎকার দেননি এই ছবি প্রসঙ্গে। প্রথম দিন যেদিন ছবিটি মুক্তি পায় সেদিন মাত্র ২৯৩ টি টিকিট বিক্রি হয়েছিল। প্রথম দিনে ছবিটি ৩৮ হাজার টাকার ব্যবসা করেছিল। কিন্তু খুব বেশিদিন ছবিটি সিনেমা হলে চলেনি। মুক্তির পর কেবল এক লক্ষ টাকা উপার্জন করতে পেরেছিল এই সিনেমা।
আরও পড়ুন : একই ছবিতে দেব-জিৎ! বক্স অফিসে ধামাকা করতে আসছে এই নতুন সিনেমা
আরও পড়ুন : ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ
এই সিনেমাটিকে মুক্তির পর দেড় সপ্তাহের মধ্যে ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটি আবার ওটিটিতেও মুক্তি পায়নি। মানে যার জন্য তড়িঘড়ি করে সিনেমাটিকে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমা হলে, সেটাও পূরণ হল না। অসম্পূর্ণ ছবিটি সিনেমা হলে ব্যবসা করতে পারেনি বলে ওটিটি মাধ্যমেও মুক্তির ঝুঁকি নিতে পারেননি নির্মাতারা। অর্জুন কাপুরের কেরিয়ারে শুধু নয়, এই সিনেমা বলিউডের সবথেকে ফ্লপ সিনেমার তালিকার মধ্যে নাম লিখে রাখল।