ভারতীয় সিনেমার গর্ব, ৭২ টি গান দিয়ে তৈরি এই সিনেমা গোটা বিশ্বের নিরিখে সেরা

Big-budget Bollywood Movie With 72 Songs : গান ছাড়া বলিউড (Bollywood) -র কোনো সিনেমা দেখেছেন কি? কারণ একটি সিনেমায় গান অনন্য ভূমিকা রাখে। গান ছাড়া একটি সিনেমা এখনও ভারতীয় দর্শকদের কাছে চিনি ছাড়া সরবতের মত। কিন্তু এখনকার সিনেমায় ৫-৬ টার বেশি গান থাকে না। কিন্তু জানেন কি বলিউডের একটি সিনেমায় ৭২ টি গান ব্যবহার করা হয়েছে। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।

সিনেমার স্বাদ নির্ভর করে তার গানের জনপ্রিয়তার ওপর। যদিও বর্তমানে একটি গানের পিছনেই লাখ লাখ টাকা খরচা হয়। তবুও আজ পযন্ত গান ছাড়া সিনেমা হয়তো খুব কমই তৈরি হয়েছে। সেই প্রাচীনকাল থেকেই এই ধারা চলে আসছে। যেরকম ইন্দ্রসভা’ (Indrasabha) নামে একটি ছবিতে ৭২ টি গান ছিল।

INDRASABHA

প্রথমবার ১৮৫৩ সালে ‘ইন্দ্রসভা’নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়। পরবর্তী সময়ে এটি থেকেই সিনেমা নির্মাণ করেন জামাহেদজি এবং জাহাঙ্গিরজি মদন। দেবরাজ ইন্দ্রের সভাগৃহকে সামনে রেখেই এই সিনেমা। আর এটা তো প্রায় সকলের জানা যে দেবরাজ ইন্দ্রের দরবারে নাচগান বিশেষ কদর পায়। এ ছবিতে অভিনয় করেছেন নিসার, জেহরানা কাজ্জান, আব্দুল রেহমান কাবুলি প্রমুখ।

কিন্তু জানেন কি এই ছবিতে ৭২ টি গান ব্যবহার করা হয়েছিল। ৭২ টি গানের মধ্যে, ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি গান, ২টি চৌবোলা এবং ১১টি ছান্দ! আর ছবিটিতে সেসময়কার বহু শিল্পীরা গান করেছেন। তবে ছবির বিষয়বস্তুর জন্যই এতগুলো গান একসঙ্গে রাখা গিয়েছিল।

INDRASABHA

তবে গানের এ রেকর্ড এখন পর্যন্ত কোনো সিনেমা ভাঙতে পারেনি। ভবিষ্যতেও কেউ ভাঙতে পারবে এমন আশাও করা যায় না। কারণ এখনকার সিনেমাগুলোতে গান একদমই থাকে না বললে চলে। কারণ সময়ের সঙ্গে রুচিরও পরিবর্তন এসেছে।

INDRASABHA

আরও পড়ুন : ক্লাস নাইনে অন্তঃসত্ত্বা থেকে MMS ফাঁস, করিনা কাপুরের কীর্তি শুনলে চোখ কপালে উঠবে

ইন্দ্রসভা তাই ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন। যা আজও ভারতীয় সিনেমায় গানের চর্চা হলে প্রথমেই সামনে এসে পড়ে। ১৯৩২ সালের একটি সিনেমা নিয়ে আজও চর্চায় মাতেন সিনেমা বিশেষজ্ঞেরা।একটি সিনেমায় ৭২টা গান হয়তো আজকের ভারতীয় সিনেমা ভাবতেও পারেনা। বিশ্ব সিনেমার কথা তো বাদই দেওয়া যায়।

আরও পড়ুন : সালমানের জীবন বাঁচিয়েছে বারবার, সালমান খানের এই ‘নীল ব্রেসলেটের’ আসল রহস্য কী জানেন?