হাতে নেই কাজ, পেটের ভাত যোগাতে রাস্তায় ভিক্ষে করছেন এই জনপ্রিয় অভিনেত্রী

Mithali Sharma Unknown Facts : বলিউড (Bollywood) হোক অথবা হলিউড (Hollywood) , ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা যেখানে যত তাড়াতাড়ি মানুষ ওপরের দিকে যায়, তার থেকে শত গুন তাড়াতাড়ি হারিয়ে যায় ইন্ডাস্ট্রি থেকে, যদি নিজেকে প্রমাণ না করতে পারে। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার থেকে অনেক বেশি শক্ত সেই জায়গা ধরে রাখা। এমন অনেক সময় হয়েছে তাবড়-তাবড় তারকাদের সন্তানেরাও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন শুধুমাত্র কাজের অভাবে। আজ আমরা জানবো তেমনি এক অভিনেত্রীর জীবনের কথা।

আজ কোন বলিউড বা টলিউড অভিনেত্রীকে নিয়ে নয় বরং কথা বলবো ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিতালি শর্মা (Mithali Sharma) -কে নিয়ে। অভিনেত্রীকে হয়তো অনেকেই চেনেন না, কিন্তু যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ পরিচিত এই নামটি। একসময় যে অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকত, সেই অভিনেত্রী ভাগ্যের ফেরে এখন হয়েছেন রাস্তার ভিখারী।

Mithali Sharma

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এমন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় জরাজীর্ণ পোশাকে বসে রয়েছেন অভিনেত্রী। এক ঝলক দেখে চেনার উপায় নেই এই সেই জনপ্রিয় অভিনেত্রী, যার ছিল শত শত ভক্ত। কাজের অভাবে এবং ভাগ্যের পরিহাসে আজ তিনি ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়।

মিতালি দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলেন অভিনেত্রী হওয়ার জন্য। বেশ কয়েকটি ছোটখাটো ছবিতে কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। প্রথম একটা দুটো সিনেমা হিট করার পর বাকি একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করে। ফলস্বরূপ অভিনেত্রী মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে নিজেকে ধরে রাখার চেষ্টা করার পরে যখন সব চেষ্টাই বিফলে যায়, তখন তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে যান।

Mithali Sharma

সম্প্রতি জানা যায়, মিতালিকে এইভাবে রাস্তায় ঘুরতে দেখে কয়েকজনের স্থানীয় বাসিন্দা পুলিশের খবর দেন এবং পুলিশ এসে মিতালিকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেন। তবে এই মুহূর্তে মিতালি কোথায় এবং কি অবস্থায় রয়েছে তা জানা যায়নি। শুধু মিতালি কেন, ইন্ডাস্ট্রিতে খুঁজলে এরকম হাজার হাজার মিতালি পাবেন যারা নিজেকে প্রমাণ করতে এসেছিলেন ঠিকই, কিন্তু আজ কোথায় হারিয়ে গেছেন তা জানা যায় না।

আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা, আজ ভিক্ষুক হয়ে দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রী

Silk Smitha

আরও পড়ুন : সাউথের হিট মেশিন সিল্ক স্মিতার অন্তিম পরিণতি জানলে চোখে আসবে জল

প্রসঙ্গত, সিল্ক স্মিতাকে নিয়ে তৈরি হওয়া এমনই একটি সিনেমা যেখানে দেখানো হয়েছিল কিভাবে সিল্ক স্মিতা শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছিলেন ডিপ্রেশনে ভুগে। তখনকার সময় এত সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি ছিল না তাই মানুষ এই ডিপ্রেশন নিয়ে কথা বলার সুযোগ পেত না। সম্প্রতি দীপিকা পাডুকোন তাই সর্বসম্মুখে নিজের ডিপ্রেশনের কথা বলেন এবং সবাইকে বলেন কখনো মানসিক অবসাদ হলে সেটা যেন কাছের মানুষকে খুলে বলেন সবাই।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দেহব্যবসা, এই অভিনেত্রীর অন্তিম পরিণতি হয় মর্মান্তিক