বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা তিনি। আজও তাকে টেক্কা দেওয়ার মত নায়ক দুটি পাওয়া যায়নি টলিউডে। তিনি মহানায়ক উত্তম কুমার। পর্দায় যার উপস্থিতিই সিনেমা হিট করতে বাধ্য করতো। অথচ সেই উত্তম কুমারও নাকি ফেল মেরে যেতেন অপর এক অভিনেতার সামনে। উত্তম কুমারের কারিশমা ফিকে পড়ে যেত তার স্ক্রিন প্রেজেন্সে। তিনি কে? ওয়ান এন্ড ওনলি কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়। কমেডিয়ান হলেও টলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন তিনি।
ভানু বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমার, বলতে গেলে টলিউডের দুই স্তম্ভ ছিলেন। একজন কমেডির রাজা, তো অন্যজন কিং অফ রোমান্স। উত্তম কুমারকে টেক্কা দেওয়ার মত নায়ক আর দুটি ছিল না তার সমকালীন সময়ে। কিন্তু যেসব সিনেমাতে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি, সেই সব সিনেমাতে যেন দর্শকদের অ্যাটেনশন উত্তম কুমারের বদলে ভানু বন্দ্যোপাধ্যায়ের উপরেই থাকত বেশি। সাড়ে চুয়াত্তর সিনেমাটিই ছিল তার বড় উদাহরণ।
এই সিনেমাতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন থাকলেও তাদের প্রেম কাহিনীকে ছাপিয়ে গিয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের ‘মেসোমশাই’ চরিত্রটি। উত্তম কুমার নিজেও মানতেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কারিশমা। আসলে উত্তম কুমারের ছিল রোমান্স, মার্জিত সংলাপ এবং আভিজাত্য। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রগুলো এতটাই ন্যাচারাল হত যে সাধারণ মানুষ তার সঙ্গে খুব ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারতেন।
আরও পড়ুন : টলিউডে জোটেনি যোগ্য সম্মান, শেষ বয়সে ভানু বন্দ্যোপাধ্যায়ের করুণ পরিণতি দেখলে চোখে আসবে জল
আরও পড়ুন : টলিউডের এই ৫ তারকার আসল নাম ৯৯% মানুষ জানেন না
ভানু বন্দোপাধ্যায় এবং উত্তম কুমার একসঙ্গে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছিলেন। ভানু অবশ্য কখনোই উত্তম কুমারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেন না। তিনি শুধু নিজের কাজটুকু করতেন। কিছু কিছু ক্ষেত্রে তার চরিত্রগুলো এতটাই দর্শকদের মন জয় করে নিত যে তার সামনে উত্তম কুমারকেও ফিকে মনে হত। উত্তম কুমারের মত মহানায়কের উপস্থিতিতে বহু তারকা হারিয়ে গিয়েছেন। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন ব্যতিক্রম। তিনি পর্দায় প্রত্যেকবার নিজের আলাদাই এক ছাপ তুলে ধরতেন। স্বয়ং উত্তম কুমারও সেটা টপকাতে পারতেন না।