জনপ্রিয়তার নিরিখে দেশের সেরা চ্যানেল কোনটি, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এখন বিনোদনের জগতে শুধুই শোনা যাচ্ছে টিআরপির জয়জয়কার। সিনেমা থেকে সিরিয়াল সবকিছুর সাফল্য এখন নির্ভর করে মানুষের জনপ্রিয়তার ওপর। আজ আমরা জি বাংলা (Zee Bangla) বা স্টার জলসার (Star Jalsha) কোনও সিরিয়ালের টিআরপি (TRP) নিয়ে আলোচনা করব না বরং আজ আমরা আলোচনা করব চ্যানেলের টিআরপি (Target Rating Point) নিয়ে। আজ আমরা জানবো জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে কোন চ্যানেল?

টেলিভিশন, এমন একটি বোকা বাক্স যাকে ছাড়া আমাদের জীবনে একেবারে অচল। সন্ধ্যেবেলা মা কাকিমারা বাড়িতে বসে দিনের শেষে এই টিভিতে সিরিয়াল বা সিনেমা দেখার মাধ্যমে নিজেদের অবসর সময় কাটান। মুঠো ফোন বা OTT প্লাটফর্মের যতই বাড়বাড়ন্ত হোক না কেন, বাড়ির সকলকে একসঙ্গে একই জায়গায় বসাতে পারে এই টেলিভিশনই।

star jalsha serial list

বাড়িতে টিভির সংখ্যা একটি হলেও প্রত্যেক সদস্যদের পছন্দের চ্যানেল কিন্তু অনেক। বাড়ির ছোট ছোট শিশুরা যেমন দেখতে পছন্দ করে কাটুন চ্যানেল তেমন অন্যদিকে বাড়ির বয়স্ক মানুষ খবর বা সিরিয়ালের চ্যানেল দেখতে ভালোবাসেন। আবার অনেকে হিন্দি বা ইংরেজি সিনেমার চ্যানেল দেখতে ভীষণ ভালোবাসেন। এই সমস্ত চ্যানেলের মধ্যে এমন একটি চ্যানেল আছে যা সব থেকে আগে এগিয়ে গেছে জনপ্রিয়তা নিরিখে।

সম্প্রতি টিআরপি নির্ধারণকারি সংস্থা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা গেছে, কোন স্পোর্টস বা নিউজ চ্যানেল টিআরপি দিক থেকে এগিয়ে নেই। এগিয়ে নেই কোনো কার্টুন চ্যানেলও। তাহলে কে বাজিমাত করলো? জানলে অবাক হয়ে যাবেন জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে বাংলা সিরিয়ালের চ্যানেল স্টার জলসা।

zee bangla serial list

আরও পড়ুন : হিন্দি সিরিয়ালের সেরা ৫ নায়িকা, উপার্জনের দিক দিয়ে পেছনে ফেলেছেন বলিউড অভিনেত্রীদেরও

হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যিই। জি বাংলাকে পেছনে ফেলে দিয়ে এক নম্বর স্থান অর্জন করেছে স্টার জলসা। রিপোর্ট অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জনপ্রিয়তা নিরিখে এক নম্বর স্থান অর্জন করে রেখেছে স্টার জলসা। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলা। তৃতীয় স্থান অর্জন করেছে স্টার স্পোর্টস ওয়ান। চতুর্থ স্থানে জলসা মুভিজ এবং পঞ্চম স্থান অধিকার করেছে colors বাংলা সিনেমা। শুধু বাংলা নয়, দেশের অন্যান্য জায়গার চ্যানেলের টিআরপির রিপোর্টও সামনে উঠে এসেছে।

আরও পড়ুন : মেলেনি দাম্পত্য সুখ, ছেলেরাও দেখে না! ভীষণ কষ্টের জীবন শিমুলের শাশুড়ি মধুবালার

 

আরও পড়ুন : শুরুর মুখেই বন্ধ সিরিয়াল! টাকার অভাবে বন্ধ হয়ে গেল এই সিরিয়ালের শুটিং

বার্ক-রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে টিআরপি নিরিখে এক নম্বর স্থান অর্জন করেছে হিন্দি কালার্স, দ্বিতীয় স্থানে রয়েছে স্টার প্লাস, তৃতীয় স্থান অর্জন করেছে স্পোর্টস ওয়ান হিন্দি। চতুর্থ স্থান পেয়েছে সোনি সাব, পঞ্চম স্থানে রয়েছে জিটিভি। জনপ্রিয়তা নিরিখে দঙ্গল প্রথম স্থান অর্জন করেছে উত্তরপ্রদেশ রাজস্থান এবং মধ্যপ্রদেশের মানুষের কাছে।

আরও পড়ুন : বদলে গেল স্টার জলসার সিরিয়ালের টাইম স্লট! রাতারাতি বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল