Animal ছবিতে রণবীর কাপুরের এই ৮ টি ডায়লগে তোলপাড় নেটপাড়া

দর্শকদের বিচারে Animal ছবির সেরা ৮ টি ডায়লগ

Viral Dialogues From Animal Movie : ২০২৩ সালে বলিউডের হিট মেশিনের মধ্যে অন্যতম ছবি হয়ে উঠল রণবীর কাপুরের (Ranbir Kapoor) অ্যানিম্যাল (Animal)। মুক্তির আট দিনেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই ছবি। ছবির গল্প, সিনেমাটোগ্রাফি থেকে অ্যাকশন, এক কথায় দুর্ধর্ষ। সেই সঙ্গে রণবীর কাপুরের ডায়লগও (Dialouges) বেশ পছন্দ করছেন দর্শকরা। এক নজরে দেখে নিন রণবীরের বলা কোন কোন সংলাপ দর্শকদের বিচারে সেরা হল।

১. ‘‘আমি খারাপকে খুঁজতে গেলাম কোথাও পেলাম না, কিন্তু যখন আমি নিজেকে দেখলাম তখন আমার থেকে খারাপ কেউ না’’, কথাটি রণবিজয় সিং ওরফে রণবীর কাপুরের। ছবিতে ‘আলফা ম্যান’ হিসেবে ইমেজ গড়ে উঠেছে এই চরিত্রটির। এখানে এই কথার মাধ্যমে রণবিজয় সিং নিজের পরিচয় দেয় সব থেকে খারাপ মানুষ হিসেবে।

ANIMAL

২. আমি জানি আমি কিছু ভুল করেছি, আমি জানতাম না ছেলেকে কিভাবে তৈরি করে – এই কথা বলেছেন বলবীর সিং ওরফে অনিল কাপুর। বাবা এবং ছেলের সম্পর্কের দ্বন্দ্ব এই ছবির অন্যতম বিষয়বস্তু। বাবার প্রতি ছেলের অভিমান স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। একসময় বলবীর সিং নিজের ভুল বুঝতে পেরে এই কথা বলেন।

৩. “আপনি আপনার ভাবনায় ভূতের সঙ্গে লড়াই করছেন, সেটা আপনি জানেন? আমি ভূতকে ভয় পাই না, আমি ওদের খেয়ে ফেলি”, এই কথাগুলি বলেছেন রণবিজয় সিং, একজন অসমসাহসী ছেলে যে তার বাবার জন্য সবকিছু করতে পারে। এখানে ভূত বলতে ভয়ের কথা বোঝানো হয়েছে।

ANIMAL

৪. “তোর বাবার জন্য তোর ভালোবাসা রোগে পরিণত হয়েছে, ভালো হতো যদি উনি ওইদিন মরে যেতেন”, গীতাঞ্জলি ওরফে রশ্মিকা মান্দানার এই ডায়লগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলিং হয়েছে। রাগের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে অভিনেত্রী এমনভাবে কথাগুলি বলেন যে দর্শকরা কার্যত কিছুই বুঝে উঠতে পারেননি।

৫. “জ্যোতি আমরা ক্রিমিনালের জন্ম দিয়েছি”, বলবীর সিং তার স্ত্রীকে উদ্দেশ্য করে ছেলেকে নিয়ে এই কথাগুলি বলেন। ছোটবেলা থেকেই নিজের পরিবারের প্রতি কোনও অসম্মান বরদাস্ত করে না রণবিজয়। সে যখন দিদি এবং বাবাকে বাঁচাতে বারবার নিজে ঝামেলায় জড়িয়ে পড়ে তখন রেগে স্ত্রীকে এই কথাটি বলেছিলেন বলবীর।

আরও পড়ুন : বিছানায় ঘনিষ্ঠ রণবীর-রশ্মিকা! অনলাইনে ফাঁস দুই তারকার মিলন দৃশ্য

ANIMAL

আরও পড়ুন : ২ দিনেই ১০০ কোটি! অ্যানিম্যাল সিনেমার তারকারা কে কত টাকা পারিশ্রমিক পেলেন?

৬. “ঠিক আছে বাবা চলো একটা খেলা খেলি। আমি বাবা আর তুমি ছেলে। তোমার মনে আছে আমি পঞ্চম শ্রেণীতে পড়ার সময় মুম্বাইতে মাইকেল জ্যাকসনের কনসার্ট হয়েছিল। তুমি জানতে আমি মাইকেল জ্যাকসনের কত বড় ফ্যান। আমার সব বন্ধুরা গিয়েছিল কিন্তু আমি যাইনি কারণ তোমার জন্মদিন ছিল। ওইদিনেরই অভিনয় করি আমরা। তুমি শুধু ‘বাবা বাবা’ বলবে, আর আমি তোমার অভিনয় করব। ভালোভাবে কর কারণ আমার কাছে একটাই সুযোগ আছে।” – রণবিজয় সিং

৭. “আজকের পর একটা আঁচড় যদি লাগে গোটা পৃথিবী জ্বালিয়ে দেব”, রণবিজয় সিং ওরফে রণবীর কাপুর বলেছেন এই ডায়লগ। বাবাকে নিয়ে এই চরিত্র যে কতটা আগ্রাসী সেটা তার এমনি সব কথায় বারবার ধরা পড়েছে।

আরও পড়ুন : রশ্মিকাকে ছাপিয়ে রাতারাতি ‘জাতীয় ক্রাশ’! ‘অ্যানিমেলে’র এই অভিনেত্রী আসলে কে?

ANIMAL

৮. “তুই মাসে চারটে প্যাড বদলাতে এত ড্রামা করিস, আর আমি এখানে দিনে ৫০ টা প্যাড বদলাচ্ছি”, গীতাঞ্জলিকে এই কথা বলে রণবিজয় সিং।

আরও পড়ুন : বাড়িভাড়া দিতে না পেরে ঘুরেছেন রাস্তায় রাস্তায়! আজ দক্ষিণের হায়েস্ট পেড অভিনেত্রী রশ্মিকা মন্দানা