ইন্দুবালা থেকে প্রলয়, এই ৭ বাংলা ওয়েব সিরিজ না দেখলেই হবে চরম মিস

সাসপেন্স-থ্রিলার থেকে রোমান্স-কমেডি! বাংলার এই ৭ ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা

মহামারীর পর থেকেই দর্শকদের একটি বড় অংশ ডিজিটাল প্লাটফর্মে নিজেদের বিনোদন জগৎ তৈরি করেছে। ডিজিটাল প্লাটফর্মে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের রমরমা গত ২/৩ বছর ধরে বেড়েছে অনেকটাই। শুধু হিন্দি নয়, নতুন নতুন গল্প নিয়ে বিনোদন জগৎ মাতিয়ে রেখেছে বাংলা ওয়েব সিরিজগুলিও। আজ আমরা জানব চলতি বছরে মুক্তি প্রাপ্ত এমন কিছু ওয়েব সিরিজের কথা যেগুলোর গল্প মানুষের মন ছুঁয়ে গেছে।

ডাকঘর (Dakghor) : রানী রাসমণি সিরিয়ালের পর এই মুহূর্তে দিতিপ্রিয়া ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। অভ্রজিত সেন পরিচালিত ডাকঘর ওয়েব সিরিজের দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। একটি গ্রামের পটভূমিতে তৈরি হওয়া এই ওয়েব সিরিজটি দেখলে ভীষণ ভালো লাগবে আপনার।

Indubala Bhaater Hotel

ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhaater Hotel) : কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল কাহিনী অবলম্বনে এই ওয়েব সিরিজটি তৈরি করেছেন দেবালয় ভট্টাচার্য। বহুদিন বাদে এমন একটি অসাধারণ ওয়েব সিরিজ দেখতে পেল মানুষ। এই ওয়েব সিরিজে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অসাধারণ অভিনয় করেছেন স্নেহা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়রা।

গোরা সিজন টু (Gora Season 2) : এই ওয়েব সিরিজটি আদ্যপ্রান্ত একটি গোয়েন্দা গল্প নিয়ে তৈরি হলেও ঋত্বিক চক্রবর্তী অসাধারণ অভিনয় কিন্তু আপনাকে হাসাবেই। গোরা সিরিজের এই দ্বিতীয় পর্বে ঋত্বিক চক্রবর্তী এবং সুহোত্র মুখোপাধ্যায় ছাড়াও অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী মানালি দে।

Abar Proloy

আবার প্রলয় (Abar Proloy) : রাজ চক্রবর্তী পরিচালিত এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের শাশ্বত চট্টোপাধ্যায়ের ডায়লগ ডেলিভারি আপনাকে মুগ্ধ করবেই। শাশ্বত ডায়লগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে হয়েছিল ভাইরাল। বহুদিন বাদে পরান বন্দ্যোপাধ্যায়কেও পুরনো ছন্দে ফিরে আসতে দেখা যায় এই ওয়েব সিরিজে। উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী।

ছোটলোক (Chhotolok) : বছরের শেষে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ছোটলোক ওয়েব সিরিজটি আপনি দেখতে পাবেন জি ফাইভে। ইন্দ্রানী হালদার, গৌরব চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের অনবদ্য অভিনয় দেখা যাবে ওই সিরিজটিতে। তবে ইন্সপেক্টর সাবিত্রীর চরিত্রে অভিনয় করে সব থেকে বেশি নজর কেড়েছেন দামিনী বেনী বসু।

Kumudini Bhavan

কুমুদিনী ভবন (Kumudini Bhavan) : টানটান উত্তেজনা, রহস্যেমোড়া এই ওয়েব সিরিজে নিজের অভিনয়ের দ্বারা মুগ্ধ করেছেন উষসী রায়। তবে আগের মতোই নিজের চেনা ছন্দে ধরা দিয়েছেন অম্বরিশ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার।

আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ

Shikarpur

আরও পড়ুন : ২০২৩ এর সেরা ১০ টি ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে চরম মিস

শিকারপুর : এই ওয়েব সিরিজে আপনি অঙ্কুশ হাজরাকে দেখতে পাবেন একেবারে অন্য রূপে। জি ৫-এ মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, কৌশিক গাঙ্গুলি। নির্ঝর মিত্র পরিচালিত এই ওয়েব সিরিজটি আপনাকে মুগ্ধ করবেই।