উলটপালট টিআরপিতে অবিশ্বাস্য ফলাফল! সবাইকে টেক্কা দিয়ে সেরা হল জি বাংলার এই সিরিয়াল

হাতে এসে গেল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। নভেম্বর মাসের শেষ সপ্তাহের টিআরপি কার দখলে রইল? কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল? এই সপ্তাহের টিআরপি তালিকা বেশ কিছু ধারাবাহিকের ভবিষ্যৎ ভাগ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই টিআরপি তালিকাই নির্ধারণ করে দেবে কোনও ধারাবাহিক বন্ধ হবে নাকি তার স্লট বদল হবে। অবশেষে এক সপ্তাহের প্রতীক্ষার পর চলতি সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা প্রকাশের পর যা দেখা গেল তাতে জি বাংলার (Zee Bangla) পাল্লা কিন্তু বেশ ভারী।

গত কয়েক সপ্তাহের মত জগদ্ধাত্রী এবারও বেঙ্গল টপার। ৮.৩ নম্বর পেয়ে জি বাংলার এই সিরিয়ালটি বাংলার সেরা সিরিয়াল হয়েছে। আবার অনুরাগের ছোঁয়া ৭.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। দীপা-সূর্যর বিচ্ছেদের পর তাদের দুই সন্তানকে নিয়ে গল্পে এখন যে নতুন নতুন মোড় আসছে তা থেকে নজর সরাতেই পারছে না দর্শকরা। আলতা ফড়িং রয়েছে তৃতীয় নম্বরে। ৭.৪ নম্বর পেয়ে অনেকটাই এগিয়ে এসেছে আলতা ফড়িং।

ধুলোকণা এবং গাঁটছাড়া রয়েছে চতুর্থ স্থানে। ৭.১ নম্বর নিয়ে এই দুই ধারাবাহিকের পাশাপাশি একই সঙ্গে চতুর্থ স্থান দখল করেছে খেলনা বাড়ি। খেলনা বাড়ির নতুন প্রোমোতে মিতুলের হাতে ভিলেনকে কুপোকাত হতে দেখে দর্শকদের মনে এই ধারাবাহিক সম্পর্কে আগ্রহ বেড়েছে এক ধাক্কায়। গৌরী এলো ৬.৯ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। গত সপ্তাহে ভাল ফলাফল করতে পারলেও এই সপ্তাহে কিন্তু সেরা ৫ এর মধ্যেও জায়গা হল না নিম ফুলের মধুর।

শুরুর সপ্তাহেই নিম ফুলের মধু দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল। তবে দ্বিতীয় সপ্তাহেই এক ধাক্কায় দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে নেমে এসেছে জি বাংলার নতুন এই সিরিয়ালটি। ৬.৭ নম্বর পেয়েছে সিরিয়ালটি। ৬.৬ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে একাদোক্কা এবং মিঠাই । স্লট বদলের পর থেকেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সেরা দশের একেবারে নিচের দিকে নেমে গিয়েছিল সিরিয়ালটি। তবে স্লট বদলে কার্যত শাপে বরই হয়েছে মিঠাইয়ের।

সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার যৌথভাবে ৬.৪ নম্বর পেয়ে রয়েছে অষ্টম স্থানে। মাধবীলতা ৬.৩ নম্বর নিয়ে নবম স্থানে রয়েছে। যদিও শুরু থেকে সেরা দশের তালিকার মধ্যে নাম টিকিয়ে রাখতে পারলেও মাধবীলতাকে মাত্র তিন মাসের মাথায় বন্ধ করে দেওয়া হবে। আগামী ১১ই ডিসেম্বর এই সিরিয়ালের শেষ সম্প্রচার হতে চলেছে।

Nabab Nandini

নবাব নন্দিনী ৫.৬ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছে। মিঠাইয়ের বিপরীতে খুব একটা ভালভাবে টিকতে পারছে না এই সিরিয়ালটি। এ তো গেল বাংলা সিরিয়ালের মধ্য থেকে সেরা দশের তালিকা। নন ফিকশনের মধ্যে সারেগামাপা হয়েছে সেরা। ৫.১ নম্বর পেয়ে সবার আগে রয়েছে এই রিয়েলিটি শো। রচনা ব্যানার্জীর দিদি নাম্বার ওয়ান ৪.৭ নম্বর পেয়েছে।