উলটপালট টিআরপিতে চমকে দিচ্ছে ফলাফল, নতুন বেঙ্গল টপার হল কে? রইল তালিকা

Riya Chatterjee

Published on:

গত সপ্তাহের পর এই সপ্তাহেও বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) সেরার সেরা জায়গা থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। গত সপ্তাহের মত এই সপ্তাহেও বেঙ্গল টপারের আসন পেল জগদ্ধাত্রী (Jagadhatri)। এই সপ্তাহে জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়ার মধ্যে নম্বরের ব্যবধানও বেড়েছে। সেই সঙ্গে টিআরপি তালিকাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে।

জগদ্ধাত্রী এই সপ্তাহে ৮.২ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছে। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের টিআরপি ৭.৭। তবে অনুরাগের ছোঁয়া ছাড়া টিআরপির সেরা ৫ এর তালিকাতে স্টার জলসা আর কোনও সিরিয়ালকে দেখা যাচ্ছে না। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। নিম ফুলের মধু ৭.৪ নম্বর পেয়েছে।

NEEM PHULER MODHU 1

পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার রাঙা বউ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালটি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তম স্থানে রয়েছে পঞ্চমী। এই সিরিয়ালটি ৫.৭ নম্বর পেয়েছে। অষ্টম স্থানে যৌথ ভাবে রয়েছে খেলনা বাড়ি এবং মেয়ে বেলা। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫।

নবম স্থানে রয়েছে গাঁটছড়া। ৫.৩ নম্বর পেয়েছে এই সিরিয়াল। দশম স্থানে রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ৫.২ নম্বর পেয়েছে স্টার জলসার এই নতুন সিরিয়ালটি। শুরু হওয়ার পর থেকে এই প্রথম টিআরপির সেরা দশের তালিকায় উঠে এল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের নাম। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এসে এসেই খেলনা বাড়ির টিআরপি নম্বরে ভাগ বসাতে শুরু করেছিল।

KHELNA BARI

খেলনা বাড়িতে নতুন গল্প শুরু হওয়ার পরপরই এই সিরিয়ালের প্রতি দর্শকদের আকর্ষণ কমছিল। আগামী দিনে খেলনা বাড়িকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ টপকে যাবে বলেই আশা করছেন দর্শকরা। এদিকে সব্যসাচীর নতুন সিরিয়াল রামপ্রসাদ প্রথম সপ্তাহে ৩.২ নম্বর পেয়েছে। আর মিঠাই পেয়েছে ৪.২। রামপ্রসাদও ভবিষ্যতে মিঠাইকে ছাপিয়ে যেতে পারবে বলে মনে করছেন সব্যসাচীর ভক্তরা।