মিঠাইকে ধরাশায়ী করতে কোমড় বাঁধছে খুকুমণি, বছর শেষে টিআরপিতে ব্যাপক রদবদল

প্রকাশিত হলো চলতি বছরের শেষ টিআরপি (TRP)। গোটা বছর ধরেই বাংলা টেলিভিশনে (Bengali Telivision) মিঠাইয়ের (Mithai) রাজত্ব কায়েম রইলো। বছরের শেষেও সেরার সেরা জায়গা ধরে রাখতে পারলো মিঠাই। একটুর জন্য পিছিয়ে গেল খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)। তবে এগোতে এগোতে মিঠাইয়ের কাঁধে নিশ্বাস ফেলতে শুরু করেছে খুকুমণি। অচিরেই হয়তো মিঠাইকে ছাপিয়ে যাবে খুকুমণি। বছরের শেষ টিআরপি সেই সম্ভাবনা উসকে দিয়েছে।

২০২১ এর শেষ সপ্তাহে মিঠাই এর সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে নিয়েছে খুকুমণি। টিআরপি তালিকা অনুসারে মিঠাই রানী পেয়েছে ১১ পয়েন্ট। এদিকে খুকুমণিও শেষের সপ্তাহে পেয়ে গিয়েছে ৯.৯ নম্বর। এখন খুকুমণি মিঠাইয়ের থেকে কেবল ১.১ নম্বরে পিছিয়ে আছে। নতুন বছরে কি তাহলে এবার টেলিভিশনে খুকুমণির রাজত্ব চলবে? প্রশ্ন দেখা দিয়েছে দর্শকের মনে। মিঠাইয়ের পরেই রয়েছে খুকুমণি হোম ডেলিভারি। খুকুমণির পর তৃতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি।

Bengali TV Serials TRP Ratings Of This Week 30 December 2021

যমুনার প্রাপ্ত নম্বর ৯। যমুনার পর চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। স্টার জলসার নতুন ধারাবাহিক গাঁট ছড়া প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে। গৌরব-সোলাঙ্কি জুটির গাঁটছড়া প্রথম সপ্তাহতেই ৮.৯ পয়েন্ট পেয়েছে। গাঁটছড়ার পাশাপাশি উমাও ৮.৯ নম্বর পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে সর্বজয়া। ৮.৫ পয়েন্ট পেয়েছে এই ধারাবাহিক। সর্বোজয়ার পাশাপাশি অপরাজিতা অপুও ৮.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। মন ফাগুন এবারেও সেরা দশে জায়গা ধরে রাখতে পেরেছে। পিহু আর টুবাইদার কেমিস্ট্রিতে ভর দিয়ে ৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এই ধারাবাহিক।

এছাড়াও স্টার জলসার ধূলোকণা, খেলাঘর, আয় তবে সহচরীও টিআরপি তালিকাতে সেরা দশে রয়েছে। ধূলোকণা ৭.৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে। খেলাঘর পেয়েছে ৭.৬ পয়েন্ট। অষ্টম স্থান খেলাঘরের দখলে। ৭.৫ নম্বর পেয়ে নবমস্থানে রয়েছে আয় তবে সহচরী। ৭ পয়েন্ট পেয়েছে কড়িখেলা। দশম স্থানে রয়েছে জি বাংলার এই ধারাবাহিক। গত বারের মতো এবারেও সেরা দশে জায়গা করতে পারলো না খড়কুটো। নতুন ধারাবাহিকের দাপটে ভেসে যাচ্ছে সৌগুনের কেমিস্ট্রি।