টিআরপি তালিকায় অবিশ্বাস্য পরিবর্তন, মিঠাই-গাঁটছড়াকে টপকে সেরার সেরা হল এই ধারাবাহিক

এই সপ্তাহের টিআরপিতে (TRP) অবিশ্বাস্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রায় এক বছরেরও বেশি সময় পর মিঠাই (Mithai) এবং গাঁটছড়াকে (Gantchhora) টপকে অন্য কোনও ধারাবাহিক টিআরপির বিচারে সেরার সেরা হতে পেরেছে। ধূলোকণার (Dhulokona) ঝড়ে রীতিমতো উড়ে গেল স্টার জলসা এবং জি বাংলার বেঙ্গল টপার ২ ধারাবাহিক। মিঠাই এবং গাঁট ছড়াকে ক্লিন বোল্ড করে দিল ধূলোকণা। টিআরপির এই আশ্চর্য পরিবর্তন দেখে অবাক হলেন দর্শকরা।

Mithai Fans Trolling Dhulokona for Manali Dey Winning Best Actress Award

ফুলঝুরির বাবা-মায়ের পরিচয় ফাঁস হওয়া থেকে শুরু করে লালন-ফুলঝুরি-চড়ুইয়ের ত্রিকোণ প্রেমের সংঘাত থেকে বিয়ে, ধূলোকণা ধারাবাহিক এই সপ্তাহে চমকের পর চমক দেখিয়েছে। তার ফলাফল হিসেবে ৮.১ রেটিং পেয়ে প্রথমবারের মতো বেঙ্গল টপার হতে পেরেছে এই ধারাবাহিক। অন্যদিকে মিঠাই এবং গাঁটছড়া মাত্র ০.১ নম্বরের হেরফেরে দ্বিতীয় স্থানে ছিটকে গিয়েছে। এই দুই ধারাবাহিক পেয়েছে ৮.০ নম্বর।

TRP Of Bengali Serials This Week, 3 February 2022

এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার গৌরী এলো ধারাবাহিকটি। ধারাবাহিকের সংগৃহীত নম্বর ৭.৯। চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং। পঞ্চম স্থান দখল করেছে তিনটি ধারাবাহিক, স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং জি বাংলা লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও উমা। অন্যদিকে নন ফিকশন শোগুলির মধ্যে ‘ইস্মার্ট জোড়ি’ প্রথম সপ্তাহে ভালো ফলাফল দেখাতে পারলেও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। দাদাগিরির কাছে এই সপ্তাহেও হেরে গিয়েছে ইস্মার্ট জোড়ি।

৪.১ পয়েন্ট পেয়েছে জিতের সঞ্চালিত এই রোমান্টিক শো। অন্যদিকে দাদাগিরি ৫.০ পয়েন্ট পেয়ে এগিয়ে গিয়েছে। টিআরপি তালিকায় সেরা দশে এবারেও নাম তুলতে ব্যর্থ কৌশিক সেনের গোধূলি আলাপ। অন্যদিকে স্টার জলসার গুড্ডি এবং জি বাংলার উড়ন তুবড়ি এই সপ্তাহেও খাতা খুলতে ব্যর্থ হল।

এবার এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা। প্রথম– ধুলোকণা (৮.১) দ্বিতীয়– মিঠাই (৮.০) গাঁটছড়া (৮.০) তৃতীয়– গৌরী এলো (৭.৯) চতুর্থ– আলতা ফড়িং (৭.৭) পঞ্চম– অনুরাগের ছোঁয়া (৬.৯) লক্ষ্মী কাকিমা (৬.৯) উমা (৬.৯) ষষ্ঠ– মন ফাগুন (৬.৮) সপ্তম– পিলু (৬.২) অষ্টম– আয় তবে সহচরী (৬.১) নবম– এই পথ যদি না শেষ হয় (৫.৬) দশম– সর্বজয়া (৫.৪)