ছোট সুবর্ণ থেকে এক্কাদোক্কার বুবলু, পার্শ্বচরিত্রে বারবার নায়িকাদের ছাপিয়ে যাচ্ছেন ঈপ্সিতা, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

জি বাংলার (Zee Bangla) সুবর্ণলতা (Subarnolota) ধারাবাহিকটি সেই সময় দর্শকদের কাছে ছিল দারুণ জনপ্রিয় একটি সিরিয়াল। তবে শুধু সেই সময়ের গণ্ডিতে নয়, সুবর্ণলতা ধারাবাহিকের জনপ্রিয়তা আজও অটুট রয়েছে। সেই সঙ্গে দর্শকদের মনের মধ্যে গভীরভাবে গেঁথে রয়েছে ছোট সুবর্ণ। এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন ঈপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)। প্রথম অভিনয়েই কিস্তিমাত করে দিয়েছিলেন বাংলা সিরিয়ালের এই খুদে অভিনেত্রী।

এই একটি সিরিয়ালের পর কখনও তাকে কাজের অভাবে বসে থাকতে হয়নি। একে একে কাজ করেছেন কেয়া পাতার নৌকো, সন্ন্যাসী রাজা, আলো ছায়া, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, করুণাময়ী রানী রাসমণি ইত্যাদি সিরিয়ালে। বর্তমানে যেমন তাকে ধূলোকণা এবং একাদোক্কা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে একটি সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন তিনি।

সেই ছোট্ট বয়স থেকে ঈপ্সিতা যেভাবে তার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার ধারা বজায় রেখেছেন তাতে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। দিনে দিনে অভিনয় জগতে তার জনপ্রিয়তা বেড়েছে। যে কয়টি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন, সবকটিতেই তার চরিত্র মনে গেঁথে থাকার মত। মুখ্য ভূমিকা থেকে পার্শ্ব চরিত্র, সবেতেই নিজের সেরাটা দিয়েছেন ঈপ্সিতা।

উল্টে কখনও কখনও তো পার্শ্বচরিত্রে নায়িকাকেও ছাপিয়ে গিয়েছেন ঈপ্সিতা। বর্তমানে যেমন ধূলোকণা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। একইসঙ্গে আবার স্টার জলসার এক্কাদোক্কাতেও বুবলু চরিত্রে তার সাবলীল অভিনয় নজর কাড়ছে। নায়িকার বোনের ভূমিকাতে এখানে অভিনয়ের সুযোগ পেয়ে আরও একবার প্রমাণ করে দিচ্ছেন তিনি আসলে কত বড় মাপের অভিনেত্রী।

দর্শকদের মধ্যে একাংশ দাবি করেন তারা নাকি বুবলুর চরিত্রটির জন্যই সিরিয়ালটি দেখেন। এই চরিত্রে ঈপ্সিতার ‘ফাটাফাটি’ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। যারা এর আগেও ঈপ্সিতার অন্যান্য সিরিয়াল দেখেছেন তারা বলছেন, “ওর অভিনয় প্রতিটা সিরিয়ালেই অসাধারণ।” বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তবে তিনি যে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন তেমনটা কিন্তু নয়।

ঈপ্সিতা বরাবর অভিনয় এবং নিজের পড়াশোনা নিয়ে থাকতেই ভালবাসেন। এখন অভিনয়ের পাশাপাশি তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়ে পড়াশোনা করছেন। পড়াশুনা এবং ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নামের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডেও ডেবিউ করে ফেলেছেন তিনি। এই ছবিতে কিন্তু পার্শ্বচরিত্রে নয় বরং মুখ্য ভূমিকাতে নায়িকা হয়ে অভিনয় করেছেন ঈপ্সিতা।