শ্রীদেবী-যোগীতা নন, মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী ছিলেন বলিউডের এই অভিনেত্রী

বলিউড (Bollywood) অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ব্যক্তিগত জীবনে সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের কথা বলিউডে সকলের মুখে মুখে ফেরে। যোগিতা (Yogita Bali) থেকে শ্রীদেবীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্কের কথা কমবেশি সকলেই জানেন। তবে মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর পরিচয় অনেকেই জানেন না। মিঠুনের ভক্তরা মনে করেন যোগিতাই তার প্রথম স্ত্রী। তবে আদতে কিন্তু যোগিতা মিঠুনের প্রথম স্ত্রী (Mithun Chakrabort’s First Wife) নন।

১৯৭৯ সালের মিঠুন এবং যোগিতা বালির বিয়ে হয়। তবে এই বিয়ের আগেও নাকি একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তার প্রথম স্ত্রীও বলিউডের একজন অভিনেত্রী ছিলেন। নাম তার হেলেনা লিউক। তবে তাদের সম্পর্কের মেয়াদ ছিল মাত্র চার মাস। আসলে সম্পর্কে জড়ানোর পর তড়িঘড়ি দুজনে বিয়ে করে নিয়েছিলেন। তাদের সম্পর্কটা হয়েছিল ক্ষণস্থায়ী।

৭০ এর দশকে হেলেনাও বলিউডে তখন নিজের কেরিয়ার গড়ে তোলার প্রচেষ্টায় ছিলেন। বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে তাকে বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছে। জন্মসূত্রে হেলেনা ছিলেন বিদেশি। তার বাবা তুরস্কের বাসিন্দা এবং মা এংলো ইন্ডিয়ান ক্রিশ্চান। ‘জুদাই’, ‘সাথ সাথ’, ‘আও পেয়ার করে’, ‘দো গুলাব’, ‘ভাই আখির ভাই হোতা হ্যায়’ সিনেমাতে অভিনয় করেছিলেন বটে কিন্তু দাগ কাটতে পারেনি হেলেনার অভিনয়।

হেলেনা অবশ্য প্রথমে গুজরাতিতে ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন। তবে সেখানেও তিনি ব্যর্থ হন। বলিউডে প্রবেশের পর শোনা যায় অভিনেতা তথা মডেল জাভেদ খানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ৪ বছর প্রেমের পর আচমকাই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরপরই নাকি মিঠুন এসেছিল তার জীবনে। অন্যদিকে মিঠুনেরও তখন সদ্য সারিকার সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয়েছে।

মাত্র কিছুদিন প্রেম করার পরেই মিঠুন এবং হেলেনা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে চার মাসের মাথাতেই তাদের বিয়ে ভেঙে যায়। শোনা যায় মিঠুনের পারিবারিক সমস্যার জেরে তাদের সম্পর্ক ভেঙেছিল। আবার এও শোনা যায় হেলেনার জীবনে নাকি জাভেদ খান আবার ফিরে এসেছিলেন। আসলে জাভেদকে ভোলার জন্য তড়িঘড়ি মিঠুনকে বিয়ে করলেও মনে মনে তাকেই ভালবাসতেন হেলেনা। তবে তাদের সম্পর্কটাও দীর্ঘস্থায়ী হয়নি।

জাভেদ খানের পর বিজয়েন্দ্র ঘটগের সঙ্গে হেলেনার সম্পর্কের কথা উঠে আসে। তবে সেই সম্পর্কটাও টেঁকেনি। এদিকে বলিউডে কিছু করে উঠতে না পারার ব্যর্থতায় শেষমেষ সবকিছু ছেড়ে আমেরিকাতে চলে যান হেলেনা। সেখানে গিয়ে তিনি নিউইয়র্কে বসবাস করতে শুরু করেন এবং একটি বিমান সংস্থার ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে নতুন কেরিয়ার শুরু করেন। মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী এরপর আর বলিউডে ফিরে আসেননি। এখনও আমেরিকাতেই রয়েছেন তিনি।