TRP List : নতুন বছরের শুরুতে একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসার পর্দাতে। এই তালিকাতে যেমন রয়েছে গীতা এল এল বি, কথা, বঁধুয়া, যোগমায়া ইত্যাদি। জি বাংলা এবং স্টার জলসার সিরিয়ালগুলোর মধ্যে কে কেমন ফলাফল করছে? নতুনরা কি পুরোনোদের টেক্কা দিতে পারছে? গত সপ্তাহের টিআরপি তালিকাতে এগিয়ে রয়েছে কারা? দেখুন সম্পূর্ণ ফলাফল।
কে হল বেঙ্গল টপার?
বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে জি বাংলার টপার জগদ্ধাত্রীকে টেক্কা দিচ্ছে চ্যানেলেরই আরেকটি সিরিয়াল নিম ফুলের মধু। গত সপ্তাহের মত এই সপ্তাহেও জগদ্ধাত্রীকে টপকে প্রথম স্থান ছিনিয়ে নিল নিম ফুলের মধু। নিম ফুলের মধুর প্রাপ্ত নম্বর ৮.৩। এই সপ্তাহেও বেঙ্গল টপার হল পর্ণা-সৃজনরা।
সেরা ৫ এর মধ্যে রয়েছে কোন কোন সিরিয়াল?
তবে হাড্ডাহাড্ডি লড়াইতে পিছিয়ে নেই জগদ্ধাত্রীও। ৮.২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। ফুলকির প্রাপ্ত নম্বর ৮। সেরা তিনের মধ্যে একটিও আসন স্টার জলসা দখল করতে পারেনি। তবে চতুর্থ স্থান গীতা এলএলবির দখলে গিয়েছে। গীতার প্রাপ্ত নম্বর ৭.৯। আর কথা ৭.৩ নম্বর পেয়ে পঞ্চম স্থানে আছে।
সেরা দশের মধ্যে জায়গা পেল কোন কোন সিরিয়াল?
এছাড়াও সেরা দশের মধ্যে অন্যান্য স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, কার কাছে কই মনের কথা, অনুরাগের ছোঁয়া, আলোর কোলে ইত্যাদি। কোন গোপনে মন ভেসেছে ৭.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছে। কার কাছে কই মনের কথা ৬.৫ নম্বর পেয়ে সপ্তম স্থানে আছে। অনুরাগের ছোঁয়া ৬.৩ নম্বর পেয়ে অষ্টম স্থানে আছে।
স্টার জলসার নতুন সিরিয়াল বঁধুয়াও প্রথম সপ্তাহেই সেরা দশের মধ্যে জায়গা দখল করে নিতে পেরেছে। ৬.২ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে এই সিরিয়ালটি। বিপরীতে ফুলটিকে টেক্কা দিতে না পারলেও অন্তত প্রথম সপ্তাহে সেরা দশের মধ্যে জায়গা করতে পেরেছে রেজওয়ান রাব্বানী ও জ্যোতির্ময়ী কুন্ডুর নতুন এই সিরিয়াল। দশম স্থানে রয়েছে আলোর কোলে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়
আরও পড়ুন : পর্দায় শিমুলের অত্যাচারী স্বামী! বাস্তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন? মুখ খুললেন ‘পরাগ’ দ্রোণ
গত সপ্তাহে ইচ্ছে পুতুল সিরিয়ালের অন্তিম সম্প্রচার ছিল। শেষ সপ্তাহে ৪.৮ পেয়েছে এই সিরিয়ালটি। বিপরীতে তোমাদের রাণী পেয়েছে ৫.২। এবার তোমাদের রাণীর বিপরীতে এসেছে যোগমায়া। আগামী দিনে যোগমায়া রানীকে হারাতে পারবে কিনা সেটাই দেখার। আলোর কোলে সিরিয়ালটিও ধীরে ধীরে নম্বর বাড়াচ্ছে। জল থৈ থৈ ভালোবাসা গত সপ্তাহে পেয়েছে ৫.৫। কিন্তু আলোর কোলেকে হারাতে পারেনি। অন্যান্য যে ধারাবাহিকগুলো সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারেনি তাদের টিআরপি হল মিলি ৩.৯, চিনি ৩.৭, হরগৌরী পাইস হোটেল ৫.১, মিঠিঝোরা ৪.৭, লাভ বিয়ে আজকাল ৫.৪।