হাতে এসে গেল এই সপ্তাহের বাংলা সিরিয়ালগুলোর টিআরপি (TRP) তালিকা। গত এক সপ্তাহে টিআরপির বিচারে কোন সিরিয়াল কত নম্বর পেল? কে হল বেঙ্গল টপার? সেরা পাঁচে জায়গা ধরে থাকলো কোন কোন সিরিয়াল? জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার (Star Jalsha) কোন কোন সিরিয়াল সেরা দশে জায়গা পেল? এক নজরে দেখে নিন আপনার পছন্দের সিরিয়ালের টিআরপি ফলাফল।
সেরা ৫ -এ জায়গা পেল কোন কোন সিরিয়াল?
এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী (Jagaddhatri)। ৮.৮ নম্বর পেয়ে সবাইকে টপকে বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। নিম ফুলের মধু (Neem Phooler Madhu) রয়েছে দ্বিতীয় স্থানে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি (Phulki)। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। সেরা তিনে জায়গা করতে পারেনি স্টার জলসা। তবে চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি।
স্টার জলসার চ্যানেল টপার কে?
৭.৯ নম্বর পেয়ে টিআরপি তালিকাতে চতুর্থ স্থানে এবং চ্যানেল টপারের আসন পেল গীতা। ৭.৬ নম্বর পেয়ে ‘কোন গোপনে মন ভেসেছে’ রইল পঞ্চম স্থানে। গত সপ্তাহে সেরা ৫ -এ আসন ধরে রেখেছিল অনুরাগের ছোঁয়া। তবে এই সপ্তাহে ৬.৮ নম্বর পেয়ে সপ্তম স্থানে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে ষষ্ঠ স্থানে পৌঁছেছে ‘কার কাছে কই মনের কথা’।
অন্যান্য সিরিয়ালগুলো কে কত TRP পেল?
পুতুলের বিয়ে দেখানোতে টিআরপি বেশ বেড়েছে ধারাবাহিকের। কার কাছে কই মনের কথা ৭ নম্বর পেয়ে সেরা দশের মধ্যে ৬ নম্বর স্থানে রইল। অষ্টম স্থানে আছে কথা। স্টার জলসার এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৬। তোমাদের রানী রয়েছে নবম স্থানে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। দশম স্থানে রয়েছে সন্ধ্যাতারা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৩।
নীল ও মেঘের বিয়েতে ইচ্ছে পুতুল ধারাবাহিকের টিআরপি বাড়বে বলেই মনে করেছিলেন ভক্তরা। কিন্তু তেমনটা হলো না। এই সপ্তাহেও স্লট লিডার হলো তোমাদের রানী। আর যে যে সিরিয়ালগুলো সেরা দশের মধ্যে জায়গা করে নিতে পারল না তাদের টিআরপি যথাক্রমে লাভ বিয়ে আজকাল ৫.৭, তুমি আশে পাশে থাকলে ৫.৬, আলোর কোলে ৫.৮।
আরও পড়ুন : রাতারাতি মুখবদল! বদলে গেল ‘জল থৈ থৈ ভালোবাসা’র নায়কের মুখ
আরও পড়ুন : ফাঁস হয়ে গেল ইরার আসল পরিচয়! ‘অনুরাগের ছোঁয়া’তে আসছে তোলপাড় করা পর্ব
যে সিরিয়ালগুলো টিআরপি ক্রমাগত কমছে সেই সিরিয়ালগুলি হল মিঠিঝোরা, মিলি ও চিনি। জি বাংলার এই তিনটি ধারাবাহিকের টিআরপি গত সপ্তাহে যথাক্রমে ৪.৪, ৩.৭ এবং ৩.২। এরকম চলতে থাকলে নতুন সিরিয়ালের আগমনে টিআরপিতে পিছিয়ে থাকা সিরিয়ালগুলি বন্ধ হয়ে যেতে পারে যে কোনও মুহূর্তে।