উলটপালট টিআরপিতে কে হল বেঙ্গল টপার? চমকে দিচ্ছে ফলাফল

এক সপ্তাহের অপেক্ষার হল অবসান। প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। প্রত্যেক বৃহস্পতিবারের মত নিয়মমাফিক প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশন (Bengali Telivision) চ্যানেলের টিআরপি। এই সপ্তাহে কিন্তু জি বাংলার (Zee Bangla) ঝোড়ো ব্যাটিংয়ের কাছে কার্যত ভেসে গিয়েছে স্টার জলসা (Star Jalsha)। টিআরপির সেরা ১০ জুড়ে কেবলই রয়েছে জি বাংলার সিরিয়ালগুলি।

শুরু থেকেই শুরু করা যাক। সেরা দশের মধ্যে বেঙ্গল টপারের আসন কিন্তু অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) দখলে রইল। স্টার জলসার এই সিরিয়াল ৯.৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। অনুরাগের ছোঁয়াকে তার আসন থেকে সরাতে পারেনি কেউ। কিন্তু এরপর জি বাংলার কাছে পাত্তা পায়নি স্টার জলসার সিরিয়ালগুলি।

ANURAGER CHHOWA

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল গৌরী এলো। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৬। চতুর্থ স্থানে যৌথভাবে ৮.৪ নম্বর পেয়েছে খেলনাবাড়ি এবং নিম ফুলের মধু। এই দুটি সিরিয়াল জি বাংলায় সম্প্রচারিত হয়। পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ।

রাঙ্গা বউ ৭.৬ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছেন স্টার জলসার গাঁট ছড়া। ঋদ্ধি এবং খড়ির মিলন কার্যত ধারাবাহিকের টিআরপি বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও বড় বিপদের মুখে পড়তে চলেছে খড়িদ্ধি। কাজেই টিআরপি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ৭.১ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। মিঠাই রয়েছে সপ্তম স্থানে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭।

MITHAI

গত সপ্তাহেই কার্যত সেরা ১০ থেকে ছিটকে গিয়েছিল মিঠাই। কিন্তু বিপরীতে বালি ঝড়কে স্লট পেতে দেয়নি। এই সপ্তাহে মিঠাইয়ের ফলাফলে দারুণ খুশি দর্শকরা। অষ্টম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। নবম স্থানে রয়েছে মেয়েবেলা। এই ধারাবাহিক পেয়েছে ৬.৭ নম্বর।

meyebela

এদিকে দশম স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার পঞ্চমী এবং হরগৌরী পাইস হোটেল। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। মেয়েবেলা ধীরে ধীরে নম্বর বাড়িয়ে এগোচ্ছে। টিআরপি তালিকায় এই সপ্তাহে জি বাংলার ফলাফল দারুণ ভাল। এরকম চলতে থাকলে পরের সপ্তাহে নম্বর আরও কম হতে পারে। তাই স্টার জলসাকে এখনই কোমর বেঁধে নামতে হবে।