সারেগামাপা জিতেই কোটিপতি, জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণ করে ফেললেন পদ্মপলাশ

জি বাংলা (Zee Bangla) সারেগামাপা ২০২২ (Sa Re Ga Ma Pa 2022) এর বিজেতা হয়েছেন লক্ষ্মীকান্তপুরের পদ্ম পলাশ হালদার (Padma Palash Halder)। লক্ষ্মীকান্তপুর গ্রামের কীর্তনীয়া পরিবারের ছেলে পদ্ম পলাশের তিন পুরুষ কীর্তন গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সারেগামাপার মঞ্চে জয়লাভ করে পদ্ম পলাশ আজ একজন নামী তারকা হয়ে উঠেছেন রাতারাতি। একের পর এক সব স্বপ্ন তার পূরণ হচ্ছে।

সারেগামাপাতে জয় লাভ করে পদ্ম পলাশ বিজেতা হিসেবে পেয়েছেন বেশ কিছু উপহার। তার মধ্যে ছিল একটি বিলাসবহুল গাড়িও। কিন্তু পুরস্কার কিংবা অন্যের থেকে পাওয়া উপহার নয়, সারেগামাপার বিজেতা হয়ে পদ্ম পলাশ হালদার নিজেই নিজেকে উপহার দিলেন দামী ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি।

PADMA PALASH HALDER

সারেগামাপাতে জয় লাভ করে পদ্ম পলাশ হালদার এবং অস্মিতা কর পেয়েছেন ৭ লক্ষ টাকার চেক, সোনার নেকলেস এবং দামি গাড়ি। সদ্য তিনি যে গাড়িটি কিনেছেন সেটি হল ইনোভা ক্রিস্টা মডেলের গাড়ি। এই গাড়ির বর্তমান বাজার দর ১৮ লক্ষ টাকার কাছাকাছি। গাড়ি কেনার পর সোশ্যাল মিডিয়াতে সেই সুখবর ভাগ করে নিয়েছেন গায়ক।

ঝাঁ চকচকে মডেলের নতুন গাড়ি কিনেই সেই গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন পদ্ম পলাশ। ক্যাপশনে তিনি লেখেন, “পরিবারের এই সদস্যের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। ইনোভা ক্রিস্টা, এটা কেউ উপহার দেয়নি। আমি নিজে কিনেছি।” গায়কের স্বপ্নপূরণ হওয়াতে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

PADMA PALASH HALDER

উল্লেখ্য পদ্ম পলাশ হালদার এই সিজনের বিজেতা হলেও দর্শকদের একাংশের মতে নাকি সঠিক বিচার হয়নি। অস্মিতা এবং পদ্মপলাশ, এই দুজন গায়কের তুলনায় আলবার্ট কাবোর গান দর্শকদের একাংশের বেশি মনে ধরেছিল। তবে শেষ রাউন্ডে এসে ছিটকে যান কাবো। তাকে বিজেতা না করায় তার প্রতি অবিচার হয়েছে বলে দাবি করতে থাকেন দর্শকদের একাংশ।

padma palash and ashmita

এই নিয়ে শুধু সারেগামাপা এবং এই অনুষ্ঠানের বিচারকদের নয়, কড়া সমালোচনা হচ্ছে পদ্মপলাশেরও। যদিও এসব নিয়ে মোটেই ভাবছেন না পদ্ম পলাশ। গায়ককে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যারা সমালোচনা করার তারা নিন্দে করবেই।” বিতর্ককে পাত্তা না দিয়ে তিনি এখন শুধু গানের জগতে এগিয়ে যেতে চান।