টিআরপি তালিকায় দারুণ চমক, সবাইকে টপকে বাংলার সেরা হল এই সিরিয়াল

টিআরপি তালিকায় ভেসে গেল মিঠাই, সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হল এই সিরিয়াল

Bengali Mega Serial TRP List Released On 9th February 2023

সূর্য-দীপা এবং সোনা-রূপার রসায়নের উপর ভর দিয়ে এই সপ্তাহেও ছক্কা দিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। গত কয়েক সপ্তাহের ধারা অব্যাহত রেখে এই সপ্তাহেও টিআরপিতে টপারের আসন দখল করেছে স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়ালটি। সেই সঙ্গে নম্বরের পরিমাণটাও অনেকটা বাড়িয়ে নিয়েছে এই সিরিয়াল।

গত কয়েক সপ্তাহের ফলাফল লক্ষ্য করলে দেখা যাবে অনুরাগের ছোঁয়া টিআরপিতে (TRP) টপার হলেও নম্বরের দিক থেকে বেশ নিচে নেমে যাচ্ছিল। কিন্তু সোনা এবং রূপার বিচ্ছেদের পর্ব দেখিয়ে কার্যত বাজিমাত করে ফেলেছে সিরিয়ালটি। জগদ্ধাত্রীর থেকে নম্বরের ব্যবধানটা অনেকটাই বাড়িয়ে নিয়েছে অনুরাগের ছোঁয়া। ৯.৬ নম্বর নিয়ে বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়ালটি।

JAGADHATRI

অন্যদিকে জগদ্ধাত্রী ৮.৭ নম্বর পেয়েছে মোটে। নম্বরের ব্যবধান অনেকটাই সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বলতে গেলে এই সপ্তাহে অনুরাগের ছোঁয়ার ধারে কাছে পৌঁছতে পারেনি কেউ। জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২। যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে খেলনা বাড়ি এবং নিম ফুলের মধু।

জি বাংলার এই দুটি সিরিয়াল ৭.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থান দখল করেছে। সেরা ৫ এর মধ্যে প্রথম স্থান স্টার জলসার দখলে গেলেও বেশিরভাগ জায়গা জুড়ে রইল জি বাংলা। বাংলা মিডিয়াম ৭.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। পঞ্চমী ৬.৯ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান পেয়েছে। রাঙা বউ সপ্তম স্থানে রয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।

RANGA BOU

স্টার জলসার এক্কাদোক্কা ধারাবাহিকটি ৬.৭ নম্বর পেয়ে স্লট লিডার হয়েছে। জি বাংলার সোহাগ জল ধারাবাহিকের বিপরীতে লড়ে এক্কাদোক্কা অষ্টম স্থান পেয়েছে। গাঁট ছড়া ৬.৫ নম্বর পেয়ে নবম স্থান পেয়েছে। মেয়েবেলা পেয়েছে ৬.৩। প্রাপ্ত নম্বরের বিচারে দশম স্থান দখল করেছে সিরিয়ালটি। তবে মিঠাই ভক্তদের মাথায় হাত পড়লো এই টিআরপি তালিকা দেখে।

anumegha in mithai

মিঠাই এই দফায় সেরা দশের মধ্যে আসতে পারেনি। স্লট লিডার হলেও ৫.৭ নম্বর পেয়ে সেরা দশের মধ্যে ঢুকতেই পারেনি সিরিয়ালটি। যদিও আগামী সপ্তাহ থেকে বালি ঝড়ের বিপরীতে মিঠাই ঝড়ে উড়ে যাবে বলে মনে করছেন দর্শকরা। জি বাংলায় নতুন শুরু হওয়া ইচ্ছে পুতুল ধারাবাহিক মোটে ৩.৩ টিআরপি পেয়েছে। তবে স্টার জলসার নতুন সিরিয়াল মেয়েবেলা ক্রমে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে।