অবাঙালি হয়েও কীভাবে বাংলা সিরিয়ালের অভিনেত্রী হলেন অ্যানমেরি টম

বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) দুনিয়াতে এমন অনেকেই কাজ করছেন যারা জন্মসূত্রে বাঙালি নন। অথচ তাদের দেখলে কিংবা তাদের কথা শুনলে অবাঙালি বলে চেনার জো নেই। এদের মধ্যে একজন হলেন অ্যানমেরি টম (Annmary Tom)। যাকে এক বছর আগে স্টার জলসাতে (Star Jalsha) ‘গ্রামের রানী বীণাপাণি’ (Gramer Rani Binapani) সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। জনপ্রিয় অভিনেতা হানি বাফনার বিপরীতে নবাগতা এই অভিনেত্রী বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সেই সময়।

বাংলায় ডায়লগ বলতে এখন সড়গড় হলেও প্রথম প্রথম কিন্তু বাংলায় কথা বলতে বেশ সমস্যা হত কেরলের মেয়ে অ্যানমেরির। ‘গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এবার তিনি তার দ্বিতীয় সিরিয়ালের কাজে হাত দিলেন। খুব শীঘ্রই সান বাংলাতে আসছে নতুন সিরিয়াল ‘ফাগুনের মোহনা’। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ANNMARY TOM কেরলের মেয়ে হয়ে বাংলা সিরিয়ালের অভিনেত্রী কীভাবে হলেন অ্যানমেরি? সম্প্রতি এই বিষয়ে আনন্দবাজারের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন কলকাতার নায়িকা হওয়ার জন্য তাকে ঠিক কতটা সংগ্রাম করতে হয়েছিল। অভিনেত্রী বলেছেন তিনি কলকাতা এবং কেরলে বেড়ে উঠেছেন। ছোটবেলার অনেকটা সময় তার কলকাতায় কেটেছে। যদিও বাংলাটা তিনি খুব ভাল বলতে পারতেন না।

অ্যানমেরির মাতৃভাষা হল মালয়ালি। বাড়িতে বাবার সঙ্গে তিনি মালয়ালি ভাষাতেই কথা বলেন। তার বাবা মা দুজনেই স্কুলে চাকরি করেন। কলেজে পড়ার সময় থেকে তিনি মডেলিং করতে শুরু করেন। সেই সময় তিনি কিছু অডিশন দিয়েছিলেন। তারপর আচমকাই একদিন প্রথম সিরিয়ালে কাজের সুযোগ চলে এল। সেই থেকেই তার অভিনয় জীবনের শুরুটা হয়।

মা বাঙালি এবং বাবা মালয়ালি, মামার বাড়ি ব্যারাকপুরে। কাজেই বাংলা বলতে এখন আর অসুবিধা হয় না তার। এখন কিন্তু বাংলায় কথা বলার পাশাপাশি বাংলা ভাষা পড়তেও পারেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি বেশ দক্ষ। ‘কিন্তু গ্রামের রানী বীণাপাণি’ সিরিয়ালের শুটিং করার সময় কোমরের পুরনো ব্যথায় বেশ কষ্ট পেয়েছিলেন তিনি। তাই তাকে নাচের থেকে এখন দূরেই থাকতে হচ্ছে।

ANNMARY TOM 1

বর্তমানে চারিদিকে যখন দক্ষিণী সিনেমায় জয়জয়কার সেখানে দক্ষিণ ছেড়ে কেন বাংলাতে নায়িকা হওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যানমেরি? তিনি কি দক্ষিণের নায়িকা হওয়ার চেষ্টা করছেন না? এর জবাবে অভিনেত্রী বলেছেন বাংলা খুবই মিষ্টি ভাষা। তিনি এই ভাষাটাকে ভালবাসেন। এটা ঠিক যে দক্ষিণের ছবির জয়জয়কার চলছে এখন। সেখানে কাজ করার জন্য অডিশন দিয়েছেন তিনিও।