একবারের বিয়েতে মেটেনি সাধ, বাংলা সিরিয়ালের ১২ তারকা বিয়ে করেছেন ২ বার

বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) গল্পের প্রয়োজনে নায়ক-নায়িকাদের তিন থেকে চার বার বিয়ের দৃশ্য দেখতে হয় দর্শকদের। তবে জানেন কি এই তারকাদের মধ্যে অনেকেই আবার সত্যি সত্যিই নিজেদের ব্যক্তিগত জীবনেও একাধিকবার বিয়ে করেছেন। এই তালিকায় নাম রয়েছে বাংলা সিরিয়ালের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীর (Bengali mega serial stars who had married two Times)। আজ এই প্রতিবেদনে তাদের সম্পর্কেই রইল কিছু অজানা তথ্য।

মানালি দে (Manali Dey) : স্টার জলসার ধূলোকণা ধারাবাহিকের নায়িকা ‘ফুলঝুরি’কে টেলিভিশনের পর্দায় তো একাধিকবার বিয়ের সাজে দেখা গিয়েছে। অভিনেত্রী মানালি এর আগেও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন। মানালি ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের মাত্র ৪ বছরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০২০ সালে মানালি অভিমুন্য মুখার্জিকে বিয়ে করেন।

অনিন্দিতা বোস (Anindita Bose) : বাংলা ওয়েব সিরিজের এই অভিনেত্রীও প্রথম বিয়েতে সুখী হননি। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন অভিনেতা গৌরব চ্যাটার্জীকে। তবে গৌরবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি বিয়ে করেন অভিমন্যু মুখার্জীকে। তাদের এই বৈবাহিক সম্পর্কটাও কিন্তু বেশিদিন টেঁকেনি। অভিমুন্য এবং অনিন্দিতার বিচ্ছেদের পর অভিমুন্য বিয়ে করেন মানালিকে।

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত মথুরবাবু, গাঁট ছড়া ধারাবাহিকের ঋদ্ধিমান সিংহ রায়েরও ২ টি বিয়ে। অভিনেতা গৌরব চ্যাটার্জীর প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা বোস। ২০১৩ সালে তাদের বিয়ে হয়েছিল। গৌরব-অনিন্দিতার বিচ্ছেদের পর ২০২০ সালে দেবলীনা কুমারকে বিয়ে করেন গৌরব। দেবলীনাকে এখন স্টার জলসাতে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে খলনায়িকা রাইমার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Roy Chowdhury) : ‘ধূলোকণা’ ধারাবাহিকে চড়ুইয়ের মা চান্দ্রেয়ীর ভূমিকায় অভিনয় করছেন অনিন্দিতা। এছাড়া ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তার প্রথমবারের বিয়েটা সুখের ছিল না। বিবাহ বিচ্ছেদের পর তিনি তার সহ অভিনেতা সুদীপ সরকারকে বিয়ে করেন। সুদীপ এই মুহূর্তে আলতা ফড়িং ধারাবাহিকে অভ্রর দাদার চরিত্রে অভিনয় করছেন।

ভরত কল (Bharat Kaul) : টলিউড তথা বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতারও দুটি বিয়ে। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী অনুশ্রী দাসকে। তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ভরত কল বিয়ে করেন জয়শ্রী মুখার্জিকে। ভরত কল এখন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। আর জয়শ্রী স্টার জলসার ‘বিক্রম বেতাল’ এবং কালার্স বাংলার ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে অভিনয় করছেন।

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) : টলিউডের এই সুন্দরী নায়িকা প্রথমবার বিয়ে করেছিলেন ওড়িয়া ইন্ডাস্ট্রিতে তার সহ অভিনেতা সিদ্ধান্ত মোহান্তিকে। এক বছরের মাথাতেই তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর রচনা ফিরে আসেন কলকাতাতে। কলকাতাতে এসে তিনি ব্যবসায়ী প্রবাল বসুকে বিয়ে করেন। তাদের এক সন্তান রয়েছে। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গেও সেপারেশনে রয়েছেন রচনা।

ইন্দ্রনীল মল্লিক (Indranil Mallick) : ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে নায়কের বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ইন্দ্রনীল মল্লিকের প্রথম স্ত্রীয়ের নাম প্রেরণা ভট্টাচার্য। প্রেরণা এখন জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করছেন। ইন্দ্রনীল-প্রেরণার ডিভোর্সের পর তার জীবনে আসেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। এরপর তারা বিয়ে করেন।

ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee) : জি বাংলার গৌরী এল ধারাবাহিকে এখন অভিনয় করছেন অভিনেতা ভাস্বর। তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন নবমিতা চ্যাটার্জীকে। নবমিতা হলেন মহানায়ক উত্তম কুমারের নাতনী। তবে তাদের এই বিয়ে বেশি দিন টেঁকেনি।

নুসরাত জাহান (Nusrat Jahan) : টলিউডের এই অভিনেত্রীর বৈবাহিক জীবন নিয়ে চর্চার অন্ত নেই। পর্দার এই সুপারস্টার নায়িকা প্রথম বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। কিন্তু এক বছরের মাথাতেই তাদের সম্পর্ক ভেঙে যায়। নুসরাত নিখিলকে ছেড়ে তার সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকতে শুরু করেন। যদিও যশও অবশ্য প্রথমবার বিয়ে করেছিলেন শ্বেতা কালহংসকে। বিচ্ছেদের পর তিনি নুসরাতের সঙ্গে লিভ ইনে আছেন।

তথাগত মুখার্জী (Tathagata Mukherjee) : বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ হলেন তথাগত। তিনি প্রথমবার বিয়ে করেছিলেন কন্যাকুমারী মুখার্জীকে। কন্যাকুমারীর সঙ্গে বিচ্ছেদের পর তথাগত বিয়ে করেন অভিনেত্রী দেবলীনা দত্তকে। এখন তাদের সম্পর্কও ভাঙ্গনের মুখে।

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) : বাংলা টেলিভিশন এবং টলিউডে প্রধানত কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অনেক খ্যাতি পেয়েছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী হলেন অভিনেত্রী অনিন্দিতা দাস। অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের পর কাঞ্চন পিঙ্কি ব্যানার্জীকে বিয়ে করেন। তবে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চনের নাম জড়ানোয় কাঞ্চন-পিঙ্কির সম্পর্কটাও ভাঙতে বসেছে।