বাংলার গর্ব, মুকেশ আম্বানিকেও টেক্কা দিয়ে বড় ব্যবসা গড়ে তুলেছেন এই বাঙালি মেয়ে

Bengali Girl Established A Reputed Business Farm Worth 100 Crore : ভেতো বাঙালি (Bengali) নাকি ব্যবসা জানে না৷ এমন অপবাদ বহুকাল ধরেই চলে আসছে। তবে সেই অপবাদ ঘুঁচিয়ে আরও একবার বাঙালিকে সেরার আসনে বসালেন বর্ধমানের মেয়ে অঙ্কিতা নন্দী (Ankita Nandi)। জেদ আর আত্মবিশ্বাসে ভর করে শূন্য থেকে শিখর ছুঁলেন এই বঙ্গতনয়া৷

বর্ধমান (Burdwan) -র এক মধ্যবিত্ত পরিবারের সন্তান অঙ্কিতা নন্দী।তার পড়াশোনা বাংলা মিডিয়াম স্কুল থেকেই। পরে তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করেন। কলেজে পড়াকালীন সময়েই বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন অঙ্কিতা ও তার বন্ধুরা। সেগুলি বিক্রিও হয়েছিল। এভাবেই উদ্যোক্তা হওয়ার কথা ভেবেছিলেন অঙ্কিতা।

ANKITA NANDI

পরে ২০১৫ সালে অঙ্কিতা তার মার্কিন স্বামীর জনের সঙ্গে শুরু করেন ব্যবসা। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে জন ঘনের সঙ্গে আলাপ হয়েছিল অঙ্কিতার। পরে ভারতেও আসেন জন। ২০২১ সালে তাদের বিয়ে হয়। যদিও ২০১৫ সালেই তারা ব্যবসায়িক উদ্যোগে আবদ্ধ হয়েছিল। অঙ্কিতার প্রতিষ্ঠিত এই সংস্থার নাম টায়ার ৫ (Tire 5)।

এরপর আস্তে আস্তে তাদের কোম্পানি বড় হয়।কোম্পানির মূল অফিস রয়েছে আমেরিকার ইন্ডিয়ানাতে। এছাড়াও কলকাতার সল্টলেকে অফিস রয়েছে অঙ্কিতার৷ যেখানে আজ প্রায় ১০০ জন কর্মী চাকরি করেন।দেখিয়ে দিয়েছেন কীভাবে স্বপ্ন এবং পরিশ্রম করার ক্ষমতা থাকলে সমস্ত কিছুই সম্ভব। অঙ্কিতা এখন নিজে এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

ANKITA NANDI

25টি সফ্টওয়্যার প্রোডাক্ট রয়েছে কোম্পানির ঝুলিতে। বর্তমানে কোম্পানির ১৫ -এর বেশি গ্রাহক রয়েছে। ব্যবসার ৮ বছরে ক্যারিয়ারে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন অঙ্কিতা।২০২১ সালে কোম্পানির ভ্যালু ছিল ১২ মিলিয়ন ডলার, যা এখন দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। মাত্র ৭ বছরেই ব্যবসা ক্ষেত্রে তার এমন সাফল্য নজিরের তালিকায় পড়ে।

ANKITA NANDI

আরও পড়ুন : নীতা আম্বানির এই স্কুলে পড়ে বলিউডের তারকা সন্তানরা, বার্ষিক ফি মাথা ঘুরিয়ে দেবে

কিন্তু ২০১৫ সালে কোম্পানির শুরু হয়েছিল মাত্র ২ টি ভাড়া করা কম্পিউটার দিয়ে। একজন ডেভেলপার এবং একজন HR এক্সিকিউটিভ নিয়েই শুরু হয়েছিল কোম্পানি। আজকে সেই কোম্পানি একটি নামকরা জায়গায় দাঁড়িয়ে। ভবিষ্যতে দেশের বড় বড় শিল্পপতিদের তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নিতে পারেন এই বঙ্গতনয়া।

আরও পড়ুন : আস্ত এক বিমানসংস্থার মালিক বলিউডের এই তারকা! পরিচয় চমকে দেবে