হাসতে হাসতে দম আটকাবে! একাধিক নতুন চমক আসছে বাড়ুজ্যে ফ্যামিলিতে

ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের মেগা সিরিজ বাড়ুজ্যে ফ্যামিলি এই মুহূর্তে দর্শকদের খুবই পছন্দের একটি ওয়েব সিরিজ। গত বছরের অক্টোবর মাসে শুরু হয়েছিল এর সম্প্রচার। দিনে দিনে এর জনপ্রিয়তা এত বেড়েছে যে নির্মাতারা বন্ধই করতে পারেননি। চার মাস পেরিয়েও দারুণ হিট এই সিরিজ। প্রত্যেক সপ্তাহেই থাকছে নতুন নতুন চমক। ধারাবাহিকের মতোই চলছে এই মেগা সিরিজটি। আগামী কয়েক সপ্তাহেও এখানে থাকবে নানা চমক। ফাঁস হল সেই খবর।

কী কী নতুন চমক আসছে বাড়ুজ্যে ফ্যামিলিতে?

দমফাটা এই হাসির সিরিজে অনেক নামিদামি অভিনেতারা রয়েছেন। রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য, শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণশেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ, প্রেক্ষা সাহার মত অভিনেতারা। আগামী দিনে আরও তারকারা প্রবেশ করবেন গল্পে। এবার যেমন দেখা যাবে শ্যামা, রাগে অনুরাগে, অগ্নি জল খ্যাত অভিনেত্রী টুম্পা ঘোষকে। তার অভিনীত চরিত্রটির নাম কিরণমালা। হঠাৎ করেই বাড়ুজ্যে বাড়ি দখল করার জন্য উদয় হবে সে।

 Barujjye Family

আবার কিরণমালার তার বাবা তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ বন্দ্যোপাধ্যায়ও চলে আসবেন গল্পে। সেখান থেকে বিভিন্ন মজাদার ঘটনা ঘটবে। এখানে কিরণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন রানা বসু ঠাকুর। এছাড়াও বাড়ুজ্যে ফ্যামিলির প্রতিবেশী হিসেবে একটি দক্ষিণ ভারতীয় পরিবারের এন্ট্রি হবে গল্পে। সেই পরিবারের প্রধান আয়ারাপ্পার চরিত্রে অভিনয় করবেন সঞ্জীব সরকার। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সুপর্ণা দাস। ডান্স বাংলা ডান্স জুনিয়রের সঞ্চালক সৌমদীপ্ত সাহা ওরফে লাড্ডুকে তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুন : বহু বছর পর জি বাংলায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা! দিলেন বড় সুখবর

 Barujjye Family

আরও পড়ুন : ভাঙলো দীর্ঘদিনের প্রেম! মন ভাঙলো ‘দুই শালিকে’র ঝিলিক নন্দিনীর

এছাড়াও এই সিরিজের একটি এপিসোডে মিরাক্কেলের রাজু নন্দী ওরফে ভিকিকে দেখা গিয়েছে। কাকাবাবুর মত একটি মজাদার গোয়েন্দা চরিত্র বেঁকাবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিরিজের প্রযোজনা করছে ফিল্মস এন্ড ফ্রেমস। পরিচালক সুমাল্য ভট্টাচার্যের কথায়, পরিচালক সুমাল্য ভট্টাচার্যর কথায়, “এই হাস্যরসের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহেই আসছে নতুন চমকদার কন্টেন্ট। আর গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি বলেই দর্শকদের এতো স্নেহ ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই আমাদের সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় এবং আমাদের লেখক সঞ্জয় ভট্টাচার্যকে। আর ক্লিক-এর কর্ণধার অভয় ও নীরজ তাঁতিয়া আগাগোড়া আস্থা রেখেছেন একদম পরিবারের গুরুজনের মতোই।”