Bank Holiday List On November : অক্টোবর (October) মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। দুর্গাপূজার শেষ হলে কি হবে, এখনো একের পর এক উৎসব বাকি রয়েছে বাঙালির। নভেম্বর (November) মাসটা গোটা পরে রয়েছে উৎসবের জন্য। উৎসব মানেই লম্বা একটা ছুটির তালিকা। তবে স্কুল কলেজের ছুটি সম্পর্কে আমরা সকলে অবগত থাকলেও ব্যাংকের (Bank) ছুটি সম্পর্কে আমরা অনেকেই অবগত থাকি না। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো নভেম্বর মাসে কি কি বার ছুটি রয়েছে ব্যাংকে (November Bank Holidays)।
নভেম্বর মাসে ব্যাংকে কিন্তু একাধিক ছুটি (November Bank Holidays) থাকবে তাই কোন গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে তাহলে অবিলম্বে করে নিতে হবে আপনাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একাধিক ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাংক।
একাধিক উৎসবে ছুটি ছাড়াও ছুটি থাকবে চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। যদিও এই ছুটিগুলি প্রত্যেক মাসেই থাকে। এই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা কিন্তু চালু থাকবে। সারা ভারতবর্ষে সরকারি ছুটি ছাড়াও কিছু নির্বাচিত রাজ্য এবং আঞ্চলিক ছুটিও রয়েছে নভেম্বর মাসে। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বর মাসে ঠিক কোন কোন দিন ছুটি থাকবে ব্যাংক যাতে আগে থেকে আপনি কাজ সেরে রাখতে পারেন।
১ নভেম্বর ২০২৩, বুধবার করবা চৌথ, কন্নড় রাজোৎসব উপলক্ষে ছুটি থাকবে, হিমাচল প্রদেশ মণিপুর এবং কর্নাটকে। ৫ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির দিন। ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার মেঘালয় ব্যাংক বন্ধ থাকবে ভাঙ্গালা উৎসব উপলক্ষে। ১১ নভেম্বর, শনিবার দ্বিতীয় সাপ্তাহিক ছুটি থাকবে যেমন থাকে প্রতি সপ্তাহে।
১২ নভেম্বর ২০২৩, সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ রবিবার। ১৩ নভেম্বর সোমবার দীপাবলি উপলক্ষে ছুটি থাকবে। ১৪ নভেম্বর দিওয়ালি উৎসব উপলক্ষে ছুটি থাকবে ব্যাংক। ১৫ নভেম্বর ২০২৩, বুধবার ভাইফোঁটা উপলক্ষে ছুটি থাকবে ব্যাংক। ১৯ নভেম্বর ২০২৩, সাপ্তাহিক ছুটির দিন রবিবার।২০ নভেম্বর ২০২৩, ছট পুজো উপলক্ষে ছুটি থাকবে বিহার এবং ঝাড়খন্ডে।
আরও পড়ুন : বিনামূল্যে যতখুশি সিনেমা ও সিরিজ দেখুন, দুর্দান্ত প্ল্যান নিয়ে এল Jio
আরও পড়ুন : নিমেষে ফাঁকা করে দেবে ব্যাংক একাউন্ট! আপনার স্মার্টফোনে নেই তো এই ভাইরাস?
২৩ নভেম্বর ২০২৩ অর্থাৎ বৃহস্পতিবার মেঘালয় এবং উত্তরাখন্ডে ব্যাংক বন্ধ থাকবে ইগাস – বাগয়াল উপলক্ষে। ২৫ নভেম্বর অর্থাৎ শনিবার চতুর্থ সাপ্তাহিক ছুটির দিন। ২৬ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ রবিবার। ২৭ নভেম্বর সোমবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি। ৩০ নভেম্বর বৃহস্পতিবার কনক দাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকে ছুটি থাকবে ব্যাংক।
আরও পড়ুন : বার্ষিক বেতন ₹২.৫০ লাখ! বন্ধন ব্যাঙ্কে ইন্টারভিউ দিয়েই চাকরি, রইল আবেদন পদ্ধতি