Baisakhi Banerjee Compares Sovan Chatterjee With Uttam Kumar : শোভন-বৈশাখী নাম দুটি একে অপরের পরিপূরক বেশ কয়েকবছর ধরেই। তারা নিজেরাও বারে বারে সেই কথাই মনে করিয়ে দেন। আর এসবের মাঝেই আবারো একবার বিস্ফোরক মন্তব্য করে সকলের নজর কেড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। এবার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) -কে উত্তম কুমার (Uttam Kumar) -র সঙ্গে তুলনা করলেন বৈশাখী।
কয়েক বছর আগে কলকাতা শহর তো বটেই, তৃণমূল কংগ্রেসের অন্দরেও শোরগোল উঠেছিল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম নিয়ে। শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বৈশাখীর সাথে তার স্বামীর পরকীয়ার অভিযোগ করলে প্রথমে তা মানতে না চাইলেও পরে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন শোভন ও বৈশাখী। সম্পর্কের দীর্ঘ চাপান-উতোরের পর বৈশাখীর সাথে লিভ-ইন-এ থাকতে শুরু করেন শোভন।
তবে তাদের সাথেই থাকেন বৈশাখীর একমাত্র কন্যা। তার সাথেও শোভনের সম্পর্কের রসায়ন যথেষ্ট সুন্দর।সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি ও ভিডিও শেয়ার করেন বৈশাখী। অধিকাংশ সময়েই এই কারণে সমালোচিত হন তারা। টুইনিং করে পোশাক পরেন শোভন ও বৈশাখী। ক্যামেরার সামনে ধরা পড়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত। আর এবার শোভনের সঙ্গে নাকি উত্তম কুমারের মিল খুঁজে পান বলে মন্তব্য করলেন বৈশাখী।
এদিন বৈশাখী জানিয়েছেন, ‘শাহরুখের সিনেমা আমার খুব ভালো লাগে। সলমনের সিনেমা কম দেখেছি। ম্যায়নে প্যায়র কিয়াটা ১৭ – ১৮ বার দেখেছি। আমিরকেও ভালো লাগে। শোভনকে না কোনও সিনেমা আর্টিস্টের সঙ্গে তুলনা করা চলে না। তবে কারও ব্যক্তিত্বের সঙ্গে মিল খুঁজে পাই তাহলে উত্তম কুমার। উত্তম কুমারের কিছু হাবভাব, অবশ্যই তা পর্দার, মিল খুঁজে পাই’।
বৈশাখী আরও জানিয়েছেন,’ব্যক্তি উত্তম কুমারকে তো আমি চিনি না। তা নিয়ে আমার কোনও জানার ইচ্ছেও নেই। ওই সময়কার বাঙালির যে পুরুষালি চেহারা তা শোভনের মধ্যে আছে। তবে হ্যাঁ উত্তম কুমারের হাসি আর তাকানোটা কিলিং। সেটার সঙ্গে নিশ্চয়ই শোভনের তুলনা চলে না। তবে হ্যা, শোভনের হাসিটাও আমার খুব ভালো লাগে।’
এরপর তিনি জানান, তার আর শোভনের জীবন নিয়ে কখনও বই লেখা হলে বা সিনেমা হলে সেটার নাম রাখবেন ‘শোভন বৈশাখীর অন্দরমহল’। বৈশাখীর কথায়, ‘আসলে ঘরে ঢুকে এলে তো আর অন্দরমহলে ঢোকা হয় না। আমাদের জীবনটা কেমন, আমাদের সম্পর্কটা কেমন, কত ঘাত-প্রতিঘাত গিয়েছে কেউ জানে না। আমার নিজেরই ইচ্ছে আছে বই লেখার। শোভনের চরিত্রে কাউকে দেখতে ইচ্ছে হলে তিনি প্রসেনজিৎকে ভাবতে পারেন। কারন অঙ্কুশ দেব রা খুব ছোট তাই শোভনের চরিত্র কোনো সিনিয়র ব্যাক্তি করলেই ভালো হবে।’
আরও পড়ুন : রঞ্জিত মল্লিকের কাছে শিখেছেন অ্যাকশন! শাহরুখকে নিয়ে মুখ খুললেন বাংলার বেল্টম্যান
আরও পড়ুন : বিয়ে থেকে পালাতে নিলেন নারীর রূপ! চিনতে পারছেন বাংলা সিরিয়ালের এই নায়ককে?
এরপরেই বলেন, ‘ আর তার চরিত্রে দেখতে চান বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে। অন্য রকম একটা সৌন্দর্য। বুদ্ধিদীপ্ত সৌন্দর্য। এমন না টলিউডে কাউকে পছন্দ নয়। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যেমন ভাবি। যেমন ঋতুপর্ণা-প্রসেনজিৎ একসঙ্গে অনেক কাজই তো করেছে। তবে ওর কথা বলার ধরণ আমার সঙ্গে মেলে না। আমার মনে হয় বাঁধনের সঙ্গে নিজের অনেক বেশি মিল খুঁজে পাই।’