বাংলার ছেলে প্রাঞ্জলের গান শুনে মুগ্ধ বাবা রামদেব, দিলেন এই বিশেষ উপহার

সংগীতের নতুন অবতার, বাংলার ছেলে প্রাঞ্জলের গান শুনে মুগ্ধ রামদেব বাবা, করলেন পুষ্পবৃষ্টি

Baba Ramdev Touched the Feet of Pranjal on Superstar Singer 2

বাংলার শিল্পীরা সর্বভারতীয় মঞ্চে গিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন বহুবার। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুররা তাদের গানের মাধ্যমে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন। হালফিলের অরুনিতা কাঞ্জিলালও জাতীয় মঞ্চে গান গেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এই তালিকায় রয়েছে বাংলার আরও এক খুদে প্রতিভা, নাম তার প্রাঞ্জল বিশ্বাস (Pranjal Biswas)। নদীয়ার ছেলে প্রাঞ্জলের নাম আজ সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফিরছে।

সুপার সিঙ্গার জুনিয়রের মঞ্চ থেকে সংগীতের যাত্রাপথে প্রাঞ্জলের যাত্রা শুরু হয়। দেখতে দেখতে সে পৌঁছে গিয়েছে সুপারস্টার সিঙ্গার সিজন‌ ২ (Superstar Singer Season 2) তে। দোতারা বাজিয়ে বাউল গান গেয়ে সারাদেশের মন জয় করে নিয়েছে সে। সর্বভারতীয় মঞ্চে বাংলা গান উপস্থাপন করেও সে সকলকে মুগ্ধ করেছে। তার গান শুনে গায়ে কাঁটা দেয় বিচারকদের, চোখের কোণে আসে জল।

 

সুপারস্টার সিঙ্গার সিজন ২ থেকে প্রাঞ্জলের দুর্দান্ত পারফরম্যান্সের নানা ভিডিও ক্লিপিংস মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সদ্য যেমন একটি ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। এই খুদে প্রতিভার গান শোনার জন্য সদ্য সুপারস্টার সিঙ্গারের মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাবা রামদেব। প্রাঞ্জলের গান শুনে মুগ্ধ হলেন তিনি। শনিবারের দেবানন্দ স্পেশাল এপিসোডে প্রাঞ্জল এর পারফরম্যান্স মুগ্ধ করল সকলকে।

এই বিশেষ এপিসোডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবা রামদেব এবং জিনাত আমান। বিস্ময় বালক প্রাঞ্জলের গান শুনে মুগ্ধ হয়েছেন দুই বিশেষ অতিথি। এদিন প্রাঞ্জলের কন্ঠে উঠে আসে ‘প্রেম পূজারী’ ছবির ‘ফুলো কি রং সে’ ছবির গানটি। গানটি বাবা রামদেবের এতটাই ভাল লাগে যে তিনি প্রাঞ্জলের প্রসঙ্গে বলে ওঠেন, ‘পৃথিবীতে সংগীতের কোনও নতুন অবতার চলে এসেছেন মনে হচ্ছে!’

 

শুধু তাই নয় এরপর তিনি নিজে মঞ্চে নেমে এসে প্রাঞ্জলকে বিশেষ উপহারও দিয়েছেন। প্রাঞ্জলকে একটি গেরুয়া উত্তরীয় এবং কাঠের খড়ম নিজের হাতে পরিয়ে দেন তিনি। পবনদীপ রাজনের যোগ্য শিষ্যের উপর পুষ্পবৃষ্টি করেন তিনি। এত ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে পড়ে প্রাঞ্জল নিজেও। তার চোখে-মুখে উপচে পড়ে প্রশান্তির ছাপ।