ভারতের স্বাধীনতা দিবস আমেরিকার ‘রাষ্ট্রীয় উৎসব’! কারণ জানলে ভারতীয়দের গর্বে ভরবে বুক

15th August Celebration : আগামী ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস (Indian Independence Day)। আর এবার আমেরিকা (America) -তে ভারতের স্বাধীনতা দিবসকে জাতীয় উৎসব হিসাবে পালন করার প্রস্তাব পেশ করা হয়েছে। আর এই প্রস্তাব পেশ করেছেন ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদা। আর এই ঘটনা গোটা বিশ্ববাসীর কাছে নজিরবিহীন ঘটনা হিসাবে সাক্ষী থাকবে।

আর এসবের মধ্যেই মার্কিন সংসদ (Parliament of US) -র নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representative) -এ প্রস্তাব রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রতে ১৫ ই আগস্ট দিনটি জাতীয় দিবস হিসাবে পালন করার জন্য। আসলে বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ হল আমেরিকা। অন্যদিকে আবার বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্ক খুবই দৃঢ়। তাই এরকম একটি প্রস্তাব রাখা হয়েছে।

NARENDRA MODI

ওই রেজোলিউশনে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ২২ শে জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন। সেই সফরে দুই দেশ অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া এবং স্বাধীনতা, গণতন্ত্র, বহুত্ববাদ, আইনের শাসন এবং অঙ্গীকারের বিষয়ে সুগভীর আলোচনা করে। মানবাধিকারের প্রতি দুই দেশের শ্রদ্ধা এই বোঝাপড়াকে ও জোরদার করেছে।

রেজোলিউশনে আরও বলা হয়েছে, ভারতীয় ঐতিহ্য-রমার্কিন নাগরিকরা সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং সামরিক কর্মী হয়ে দেশের জনজীবনকে আরও উন্নত করবে। তারা বুদ্ধিমত্তার সাথে মার্কিন সংবিধানের নীতিগুলি অনুসরণ করে। এরই সঙ্গে দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদানও রাখে।

US

১৯৪৭ সালের ১৫ ই অগস্ট স্বাধীনতা অর্জন করে দেশ। শেষ হয় ২০০ বছরের পরাজয়ের গ্লানি। আগামী মঙ্গলবার স্বাধীনতার ৭৬ বছর পালন করবে দেশের মানুষ। শুধু সরকারি ক্ষেত্রে নয়, স্বাধীনতা দিবসে প্রস্তুতি সারতে ব্যস্ত আম জনতাও। জাতীয় সঙ্গীত গেয়ে, পতাকা উত্তোলনের মাধ্যম দেশের প্রতি সম্মান জানাতে এখন চলছে সাজোসাজো রব।

US INDIA

আরও পড়ুন : ভারতে সবথেকে গরীব মুসলিমরা, সবথেকে ধনী কোন ধর্মের মানুষ এই দেশে জানেন?

ইতিমধ্যেই মার্কিন সংসদের সদস্য থানাদারের পক্ষে এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। আর শ্রী থানেদারের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন মার্কিন কংগ্রেসের অন্য দুই সদস্য বাডি কার্টার ও ব্র্যড শারমন। এদিন এই প্রস্তাব পেশ করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভারতীয় বংশোদ্ভূত আইন প্রণেতা শ্রী থানেদার আর্জি জানিয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসকে যেন আমেরিকার জাতীয় উৎসব উদযাপনের দিন হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে।

আরও পড়ুন : ‘INDIA’-র পুরো নাম কী জানেন? উত্তর জানা থাকলে আপনি জিনিয়াস