ডাক্তার অতীত! বাংলা সিরিয়ালে ব্যথা সারানোর নতুন চিকিৎসা দেখে হেসে কুটোপাটি দর্শকরা

ব্যথা সারানোর নতুন চিকিৎসা নিয়ে হাজির এই বাংলা সিরিয়াল! দেখে হেসে গড়াচ্ছেন দর্শকরা

সিঁদুর উড়ে সিঁথি রাঙিয়ে বিয়ে হওয়া থেকে শুরু করে কাঁচি দিয়ে বোম কেটে দেওয়া, এমন অনেক হাস্যকর দৃশ্যই আমরা দেখেছি বাংলা ধারাবাহিকে। তবে এবার দেখা গেল বাঁধাকপির পাতা দিয়ে পায়ের ব্যথা সারানোর এক হাস্যকর টোটকা। দৃশ্যটি দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে দর্শকদের। হ্যাঁ এমনই একটি অবাক করা কাণ্ড দেখা গেছে স্টার জলসার (Star Jalsha) ‘কথা’ (Kothha) ধারাবাহিকে।

মাত্র কয়েকদিন হল স্টার জলসায় শুরু হয়েছে কথা ধারাবাহিকটি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যকে। বেশ কয়েক বছর পর ‘কথা’ সিরিয়ালের হাত ফের বাংলা সিরিয়ালে ফিরে এসেছেন সাহেব ভট্টাচার্য। অন্যদিকে সুস্মিতাও বাংলা সিরিয়ালের ভীষণ পরিচিত একটি মুখ। একেবারে অন্য ধাঁচের দুই মানুষের প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই গল্প।

Susmita Dey Katha

সিরিয়ালে কথা একজন গাছ প্রেমিক মেয়ে। বাড়িতে সারাক্ষণ গাছ নিয়েই ব্যস্ত থাকে কথা। চোখে কালো ফ্রেমের চশমা, চুল বেণী করে বাঁধা, সব মিলিয়ে ভীষণ সাদামাটা গোছের মেয়ে হল এই কথা। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে মামা-মামীমার কাছেই মানুষ সে। বিয়ে বা কোন সম্পর্কে জড়াতে একেবারেই নারাজ এই চরিত্র। কিছুতেই বিশ্বাস করতে পারে না কোনো পুরুষকে।

সিরিয়ালের মূল নায়ক অগ্নিভ আবার রান্না প্রেমিক মানুষ। সারাদিনে কিছু না কিছু রান্না করে চলে সে। একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে অগ্নিভ স্বপ্ন দেখে বড় শেফ হওয়ার। যখনই সে রান্না করে তখনই আর বাকি অন্য কাজ ভুলে যায় সে। বাড়ির কোন দরকারি কাজও মনে থাকে না অগ্নিভর।

KOTHHA

এমনই দুই চরিত্রের বিয়ে হয়ে যায় হঠাৎ। বিয়ের পরের দিন অর্থাৎ কাল রাত্রির সন্ধ্যায় অগ্নিভ শুনতে পায়, কথার পায়ে চোট লেগেছে। সে তাড়াতাড়ি মলম নিয়ে তাকে দিতে যায়। অগ্নিভ যখন কথাকে মলম দিতে যায় তখন কথা সাফ জানিয়ে দেয়, সে বাঁধাকপির পাতা ছাড়া আর কিছুই লাগাবে না পায়ে।

আরও পড়ুন : চলে এল ‘হাবলি’ পুতুলের নায়ক! ‘কার কাছে কই মনের কথা’য় পা রাখলেন এই অভিনেতা

KOTHHA

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘বধুঁয়া’! রইল স্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

কথার এই কথা শুনে অগ্নিভ সঙ্গে সঙ্গে তাকে রান্নাঘরে নিয়ে চলে যায়। যত্ন করে কথার পায়ে বাঁধাকপির পাতা ঘষে দেয়। বাঁধাকপির পাতা লাগাতেই পায়ের ব্যথা কমে যায় কথার। ব্যাপারটা একেবারেই অবাস্তব হলেও এই ভাবেই শুরু হয় কথা এবং অগ্নিভর একটা সুন্দর প্রেমের কাহিনী।