ইন্দ্রানীকে ঘাড়ধাক্কা দিয়ে সরিয়ে তার জায়গা নিলেন অপরাজিতা! টলিউডের ‘ঠান্ডা লড়াই’য়ে তোলপাড় স্টুডিও পাড়া

বছরের শুরুতেই টেলিভিশনের পর্দাতে শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। জি বাংলার (Zee Bangla) রান্নাঘরকে সরিয়ে সেই জায়গায় এসেছে এই নতুন গেম শো। প্রথমে জানা গিয়েছিল ইন্দ্রানী হালদার (Indrani Halder) নতুন শো সঞ্চালনা করবেন। সেভাবেই বানানো হয়েছিল প্রোমো। কিন্তু শো এর সম্প্রচার শুরুর পর দেখা গেল প্রথম কয়েকটি এপিসোডের পর ইন্দ্রাণীর জায়গায় বদলে গিয়েছে সঞ্চালিকার মুখ।

পরপর ৯টি এপিসোডের সঞ্চালনা করতে পেরেছেন ইন্দ্রানী। তারপরই তার বদলে নেওয়া হয়েছে অপরাজিতা আঢ্যকে। ১০ নম্বর এপিসোড থেকে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং বিশ্বনাথ বসুরা। কেন হঠাৎ সঞ্চালিকাকে বদলে দেওয়া হল এইভাবে? এই প্রসঙ্গে নির্মাতারা কিংবা চ্যানেল কর্তৃপক্ষ অফিশিয়ালি মুখ না খুললেও টলিউডের অন্দরে শোনা যাচ্ছে জোর গুঞ্জন।

শোনা যাচ্ছে ঘরে ঘরে জি বাংলা নিয়ে নাকি নির্মাতাদের সঙ্গে ইন্দ্রানীর মনোমালিন্য শুরু হয়েছে। তিনি নাকি প্রোডাকশনের সঙ্গে সহযোগিতা করেননি। ইন্দ্রানীকে নিয়ে শুটিং করার সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন নাকি হতে হয়েছিল টিমকে। যে কারণে শেষমেষ ইন্দ্রাণী বদলে অন্য সঞ্চালক খুঁজে নিতে বাধ্য হন তারা। টলিউডের পাশাপাশি ছোট পর্দাতেও ইন্দ্রাণীর বেশ কদর রয়েছে। সেই ফ্যানবেসকে কাজে লাগাতেই চেষ্টা করেছিল চ্যানেল কর্তৃপক্ষ।

কিন্তু শুটিংয়ের সময় নাকি ইন্দ্রানী প্রোডাকশনের সঙ্গে সহযোগিতা করছিলেন না বলে জানা গিয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও জানা গিয়েছে ইন্দ্রানীর ব্যবহারে তারা বিরক্ত ছিলেন। যদিও ইন্দ্রাণী অবশ্য জি বাংলার ঘরের মেয়ে। জি বাংলার সঙ্গে বহুদিনের সখ্যতা তার। একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম ছিল গোয়েন্দা গিন্নি। আজও ‘গোয়েন্দা গিন্নি সিজন টু’ আনার দাবি করেন দর্শকরা।

অন্যদিকে অপরাজিতাও টলিউডের পাশাপাশি বাংলা ছোট পর্দাতেও সমান জনপ্রিয়। এর আগেও জি বাংলার রান্নাঘরসহ আরও বেশ কিছু রিয়েলিটি শোয়ের সঞ্চালনা তিনি করেছিলেন। ইন্দ্রানীর বদলে অপরাজিতাকে এখন দর্শকরা কেমনভাবে নেবেন সেটাই দেখার। পাশাপাশি নতুন এই গেম শোয়ের সঞ্চালনা আচমকা ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ইন্দ্রানী কী বলেন সেটাই দেখার।

কিছুদিন আগেই শেষ হয়েছে অপরাজিতার সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। টিআরপির অভাবে ৮ মাসের মাথাতেই শেষ হয়ে গিয়েছে এই সিরিয়ালটি। যদিও অপরাজিতা অবশ্য জানিয়েছেন শীঘ্রই তিনি নতুন রূপে নতুন সিরিয়ালের হাত ধরে আবার পর্দায় ফিরবেন। তবে তার আগে এই গেম শো-তে আপাতত বিশ্বনাথ বসুর সঙ্গে মিলেমিশে সঞ্চালনার ভার নিয়েছেন অপরাজিতা।