পরকীয়া, অবৈধ সম্পর্ক এগুলোই যেন বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) টিআরপি তোলার একমাত্র সহজ রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু পবিত্র সম্পর্ককে বাংলা সিরিয়ালে এমনভাবে উপস্থাপন করে তোলা হয় যে সেগুলো দেখতে দর্শকদের শালীনতায় বাঁধে। তবে টিআরপির লোভে বাংলা সিরিয়ালগুলোতে এখন এমনই কিছু চমক দেখানো হচ্ছে। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) ২ চ্যানেলই এখন এই পথেই হাঁটছে।
বর্তমানে জি বাংলার সোহাগ জল (Sohag Jol) এবং স্টার জলসার নবাব নন্দিনী (Nabab Nandini) দুই ধারাবাহিকের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। এতদিন শুধু লীনা গাঙ্গুলীর সিরিয়ালের বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ তুলে সরব হতে দেখা যাচ্ছিল দর্শকদের। তবে লীনা গাঙ্গুলীর সিরিয়াল ছাড়া অন্যান্য সিরিয়ালেও এসব চলে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে দর্শকদের।
এই যেমন জি বাংলার নতুন সিরিয়াল সোহাগ জলে নায়কের সঙ্গে তার বৌদির একটা অন্যরকম সম্পর্ক দেখানো হচ্ছে। ধারাবাহিকে নায়কের বিধবা বৌদি দেওরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যে কোনও প্রকারে দেওরকেই নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চায়। এদিকে নায়কের সঙ্গে নায়িকার বিয়ে হয়ে গিয়েছে। নতুন বউয়ের জীবনে ঝড় তুলতে ও দেওরের বৈবাহিক সম্পর্ক ভাঙতে মরিয়া হয়ে উঠেছে বৌদি।
অন্যদিকে স্টার জলসার নবাব নন্দিনী সিরিয়ালেও এখন এরকমই একটা দৃশ্য দেখানো হচ্ছে। ধারাবাহিকের নতুন মোড় আনতে নবাবের সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক দেখানো হচ্ছে। নবাবের বৌদি বেশ কিছুদিন ধরেই ঘরছাড়া। সমাজের নজরে স্বামীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। এদিকে আবার তার প্রেগনেন্ট হয়ে পড়ার খবর মিলেছে। তাই অভিযোগের আঙুল উঠছে নবাবের দিকে।
বাংলা সিরিয়ালের মধ্যে বারবার এমন নোংরামি দেখতে মোটেই পছন্দ করছেন না দর্শকরা। যদিও নবাব নন্দিনীতে নবাবকে ফাঁসানোর জন্য তার বড়বৌদি এমন মিথ্যে অভিযোগ এনেছে। নবাব এবং নন্দিনীর সম্পর্ক ভাঙ্গার জন্যই এমন নোংরামি দেখানো হচ্ছে। যদিও দর্শকরা এমন ট্র্যাক অবিলম্বে বন্ধ করার দাবি তুলছেন।
জি বাংলাতে রাত ৯.০০টা থেকে শুরু হয়েছে সোহাগ জল নামের নতুন সিরিয়ালটি। হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্যের কেমিস্ট্রি দর্শকদের মনে কেমন দাগ কাটে সেটাই এখন দেখার। তবে শুরুতেই দেওর-বৌদির পরকীয়া দেখিয়ে দর্শকদের থেকে নিন্দা কুড়োচ্ছে এই সিরিয়ালটি। অন্যদিকে নবাব-নন্দিনী মিঠাই আসার আগে পর্যন্ত সন্ধে ৬.০০টার স্লটে ভালই টিআরপি দিচ্ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরেই নবাব নন্দিনীর টিআরপি ক্রমশ কমছে।