গাঁজাখুরির মাত্রা ছাড়িয়ে গল্পের গরু গাছে চড়ছে! স্টার জলসার সিরিয়াল দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

ফের একবার অতিরঞ্জিত বিষয়বস্তু দেখিয়ে কাঠগড়ায় উঠল স্টার জলসার (Star Jalsha) একাধিক সিরিয়াল। সিরিয়াল মানেই তা সাধারণত বাস্তবের সম্ভব-অসম্ভবের ঘেরাটোপ থেকে অনেক ঊর্ধ্বে থাকে। তবে বিনোদন জোগাতে গিয়ে মাঝে মাঝেই সিরিয়ালে এমনসব বিষয়বস্তু দেখানো হয় যা দেখে উল্টে হাসাহাসি শুরু হয়ে যায় দর্শকমহলে। যেমনটা এখন সাহেবের চিঠি (Saheber Chithi) এবং গুড্ডি (Guddi) সিরিয়াল দুটিকে নিয়ে হচ্ছে।

স্টার জলসার এই দুটি সিরিয়ালেই সম্প্রতি একই গল্প দেখানো হচ্ছে বলে অভিযোগ করছেন দর্শকরা। দুই সিরিয়ালেরই নায়ক এখন অসুস্থ। অন্যদিকে স্বামীর জন্য চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন নায়িকারা। ডাক্তার-ওষুধে ভরসা নেই তাদের, স্বামীর প্রাণ ফেরাতে গুড্ডি এবং চিঠিরা নিজেরাই নেমে পড়েছে ময়দানে। স্রেফ গান শুনিয়েই সাহেব এবং অনুজের প্রাণ ফিরিয়ে আনছে তারা!

‘সাহেবের চিঠি’তে দেখানো হয়েছে গুন্ডাদের হাতে আক্রান্ত হয়ে সাহেব ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তার অবস্থার অবনতি হতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে চিঠির কাছে খবর পৌঁছতেই সে ছুটে আসে হাসপাতালে। তারপর স্বামীর জ্ঞান ফিরিয়ে আনার জন্য গান শোনাতে শুরু করে চিঠি। চিঠির গান শুনে প্রাণ ফিরে পায় সাহেব। অনেকটা এমনই গল্প দেখানো হয় গুড্ডিতেও।

গুড্ডির অনুজও গুন্ডাদের হাতে ধোলাই খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এখন। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, তবে গুড্ডিকে ডেকে এনে অনুজের প্রিয় গান তাকে গেয়ে শোনাতে বলছেন খোদ ডাক্তারই। ডাক্তারের পরামর্শমত গুড্ডি হাসপাতালে পেশেন্টের ঘরের মধ্যে গান ধরে। গুড্ডির গান শুনে মৃতপ্রায় অনুজের প্রাণ ফিরেও আসে।

গান শুনে পেশেন্টদের হুঁশ ফিরে আসতে দেখে ডাক্তাররা বলছেন ‘মিরাকেল’, তবে দর্শকরা এসব দেখেশুনে বলছেন ‘গাঁজাখুরি গল্প’। জি বাংলার দর্শকরা আবার বলছেন প্রতিপক্ষ চ্যানেলে নতুন নতুন সিরিয়াল দেখে স্টার জলসার মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এমন আলটপকা বিষয়বস্তু দেখিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে স্টার জলসা। স্টার জলসার এই দুটি সিরিয়াল নিয়ে এখন তুমুল হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়াতে।

টিআরপির দিক থেকে এখন এই দুটি সিরিয়ালই বেশ পিছিয়ে পড়েছে। খেলনা বাড়ি সাহেবের চিঠিকে টেক্কা দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। অন্যদিকে গুড্ডি সিরিয়ালটিও প্রথম থেকেই তেমন ভাল নজর কাড়তে পারেনি। ধারাবাহিকের নায়ক অনুজের একাধিক নারীর প্রতি আসক্তি মোটেই ভালভাবে নিচ্ছেন না দর্শকরা।