বলিউড (Bollywood) অভিনেত্রী রেখা (Rekha) এবং অরুণা ইরানি (Aruna Irani), এদের দুজনকেই বেশ চেনেন ৭০-৮০ এর দশকের দর্শকরা। এরা ছিলেন তৎকালীন সময়ের সেরা অভিনেত্রী। যদিও অরুনা ইরানির তুলনায় অনেক বেশি জনপ্রিয় ছিলেন রেখা। কিন্তু রূপে, গুনে বা অভিনয়ের নিরিখে রেখার তুলনায় কোনও অংশে কম ছিলেন না অরুণা। কিন্তু রেখার জন্য তিনি বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি।
অনেকেই হয়ত জানেন না অরুণা এবং রেখা দুজনেই একসময় খুব ভাল বান্ধবী ছিলেন। তার যেমন সুন্দর চেহারা ছিল, তেমন দুর্দান্ত নাচতেন তিনি। তবে বলিউডের বেশিরভাগ ছবিতে তাকে কেবল পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্শ্ব চরিত্র থেকেও নাকি তাকে সরিয়ে দেওয়া হত। এরকমই একটা পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন অরুণা।
অরুণা বলেন রেখাই নাকি একবার তাকে একটি ছবি থেকে বাদ দেওয়া করিয়েছিলেন। প্রিয় বান্ধবীর থেকে এমন আচরণ আশা করেননি অরুণা। তার এমন আচরণে তিনি আঘাত পেয়েছিলেন। ছবির নাম ছিল ‘মঙ্গলসূত্র’। তখন রেখা এবং অরুণা দুজনেই ছিলেন ভাল বান্ধবী। কিন্তু রেখার জন্যই তিনি নাকি ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ পড়ে গিয়েছিলেন।
সম্প্রতি এন আই এ এর পডকাস্ট শো-তে উপস্থিত হয়ে পুরনো স্মৃতি ঘেঁটে এমনটাই জানিয়েছেন অরুণা। এই ছবিতে নায়কের মৃত স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল অরুণার। এই ছবিতে ভূতের চরিত্রে তাকে অভিনয় করতে হত। নায়কের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় কাস্ট করা হয়েছিল রেখাকে। কিন্তু রেখা ওই ছবি থেকে অরুণাকে একপ্রকার জোর করেই বাদ দেওয়া করিয়েছিলেন।
ছবি থেকে আচমকা বাদ পড়ে পরিচালককে প্রশ্ন করে অরুণা যা জানতে পেরেছিলেন তাতে তার মাথায় হাত পড়ে। রেখা নাকি চাইছিলেন না অরুণা ওই চরিত্রটিতে অভিনয় করুন। রেখাকে এই প্রশ্ন করলে তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেননি। তিনি সাফাই দিতে গিয়ে বলেন তার মনে হয়েছিল এই ছবিতে অরুণার পারফরম্যান্স যদি একটু এদিক-ওদিক হয় তাহলে রেখাকে খলনায়িকা মনে হতে পারে।
রেখা তার এই ধারণা থেকেই অরুণাকে ছবি থেকে বাদ দিতে বাধ্য করেছিলেন। আসলে রেখা অরুণার অভিনয় দক্ষতাকে মনে মনে সমীহ করে চলতেন। তাই তিনি চাননি চরিত্রটা অরুণা করুন। যদিও অরুণা মনে করেন রেখার উচিত ছিল তার সঙ্গে এই ব্যাপারে সরাসরি কথা বলা। শুধু নিজের কেরিয়ার বাঁচাতে রেখা এমনটা করেছিলেন। এই কথা তিনি অরুণার কাছে স্বীকারও করেছিলেন।