পড়াশোনাতে লবডঙ্কা! শ্রীদেবীর ৪ ছেলেমেয়ের বিদ্যের দৌড় শুনলে চোখ উল্টে যাবে

স্কুলের গণ্ডিটুকুও পার হতে পারেনি! শ্রীদেবীর ছেলেমেয়েরা কে কতদূর শিক্ষিত জানলে অবাক হবেন

Bollywood Celebrities Educational Qualification : বলিউড (Bollywood) তারকাদের গ্ল্যামার, উপার্জন, মোট সম্পত্তির পরিমাণ ও জীবনযাপনের বিলাসিতা দেখলে অবাক হয়ে যান সাধারণ মানুষ। ঠিক ততটাই অবাক করে দেবে তাদের শিক্ষাগত যোগ্যতা। হাতে গোনা কিছু তারকা ছাড়া ইন্ডাস্ট্রির বেশিরভাগ সদস্যের বিদ্যের দৌড় বেশি দূর নয়। বলিউড অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) -র ৪ সন্তানের শিক্ষাগত যোগ্যতা জানলে আপনি অবাক হবেন (Sridevi`s Childs Educational Qualification)। অভিনয় দুনিয়াতে এরা নামী তারকা হলেও পড়াশোনাতে লবডঙ্গা।

শ্রীদেবী এবং বনি কাপুর (Boney Kapoor) -র আসলে দুই সন্তান। তারা হলেন খুশি কাপুর (Khushi Kapoor) এবং জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তবে খুশি-জাহ্নবী ছাড়াও শ্রীদেবীর আরও দুই সৎ ছেলেমেয়ে রয়েছে। তারা হলেন বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান। বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের থেকে তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন। তারা হলেন অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং অংশুলা কাপুর (Anshula Kapoor)। এক নজরে দেখে নিন তারা কে কতদূর পড়াশোনা করেছেন।

Arjun Kapoor

অর্জুন কাপুর (Arjun Kapoor) : ইন্ডাস্ট্রিতে সেই কবে এক দশক পার করে ফেলেছেন অর্জুন। কিন্তু এখনও তিনি সেভাবে সুপারস্টার হয়ে উঠতে পারেননি। অর্জুন আর্য মন্দির স্কুলে পড়াশোনা করেছিলেন। মা-বাবার ডিভোর্সের কারণে তিনি এতটাই মানসিক চাপে ছিলেন যে পড়াশোনা বেশি দূর করে উঠতে পারেননি। অর্জুন দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন।

অংশুলা কাপুর (Anshula Kapoor) : বনি কাপুরের বড় মেয়েই কেবল পরিবারের ধারা মেনে অভিনয়ে আসেননি। তিনি হৃত্বিক রোশন এক্সট্রিম কোম্পানির অপারেশনাল ম্যানেজার হিসেবে কাজ করেন। সেই সঙ্গে তিনি গুগল ইন্ডিয়ার জন্য কাজ করেছেন। অংশুলা ফ্যানকাইন্ডের প্রতিষ্ঠাতা। তিনি ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে পড়ে নিউইয়র্কের বার্নার্ড কলেজ থেকে বিএ পাস করেন।

janhvi kapoor

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) : শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী অভিনয়ে তেমন একটা সড়গড় না হলেও পড়াশোনাতে বেশ ভালই ছিলেন। তিনি ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। দ্বাদশ শ্রেণীতে ৮৬ শতাংশ নম্বর ছিল তার। এরপর তিনি ক্যালিফর্নিয়ার স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের উপর উচ্চশিক্ষা অর্জন করেন।

খুশি কাপুর (Khushi Kapoor)

আরও পড়ুন : নিজের বোনকেই বিয়ে করেছেন এই ভারতীয় ক্রিকেটার? পরিচয় জানলে চমকে যাবেন

খুশি কাপুর (Khushi Kapoor) : শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশিও খুব শীঘ্রই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন। তবে তার আগে তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করেছেন। খুশি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তারপর তিনি নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চলে যান। সেখান থেকে তিনি গ্রাজুয়েট হয়েছেন।

আরও পড়ুন : বিলাসিতায় টাকা ওড়ানো নয়, বলিউড তারকারা কোটি কোটি টাকা কোথায় বিনিয়োগ করেন?