থিয়েটার থেকে বাংলা সিরিয়াল, মিঠাই, নিম ফুলের মধু থেকে তেঁতুল পাতা, অভিনয়ে বারবার দর্শকদের মন জয় করে নিচ্ছেন অরিজিতা মুখার্জি। দিনে দিনে তার গুণগ্রাহীর সংখ্যা বাড়ছে। সিরিয়াল থেকে সিনেমায় চুটিয়ে কাজ করছেন তিনি। তার সঙ্গে দর্শকদের প্রচুর ভালোবাসাও পাচ্ছেন। পাচ্ছেন না শুধু যোগ্য পারিশ্রমিক। হ্যাঁ ঠিকই শুনছেন। অরিজিতাকে তার কাজের জন্য যোগ্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখলেন তিনি।
২৮ শে মার্চ বিকেলের দিকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন অরিজিতা। তাতে তিনি তার ক্ষোভ উগড়ে দেন। তিনি লেখেন, “নিজের পরিশ্রমের টাকা, দায়িত্ব নিয়ে কাজ করে দেওয়ার পর কোনটা নির্দিষ্ট সময় টাকা পেয়ে যাওয়ার? অথচ মুখ ফুটে বারবার চাইতে আমারই বাধে। যাঁরা দিচ্ছেন না তাঁদের বাধে না?” তার এই পোষ্টের নিচে আরেক অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র লিখেছেন, ”ক্ষমতার বহিঃপ্রকাশ। আমি কাজ দিয়ে ধন্য করেছি তাতে খুশি থাকো।”
যদিও এই পোস্টটি করে কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন অরিজিতা। তবে তিনি কার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে এমন অভিযোগ তুললেন সেটা স্পষ্ট হয়নি। যদিও বোঝা যাচ্ছে কাজ করিয়েও কোনও জায়গা থেকে তাকে হয়তো পারিশ্রমিক দেওয়া হয়নি। এই ঘটনা বর্তমানে ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এর আগেও বহুবার বহু অভিনেতার সঙ্গে ঘটেছে। পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তার সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন অরিজিতা।
আরও পড়ুন : এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন, খোঁজ রাখেনা বাবা! পর্দার প্রিয়াঙ্কার জীবন খুবই কষ্টের
আরও পড়ুন : সিরিয়াল থেকে টলিউডে পা! এই তারকা অভিনেত্রীর সঙ্গে সিনেমা করবেন দেবচন্দ্রিমা
নিম ফুলের মধুর কৃষ্ণা হোক কিংবা তেঁতুলপাতার পূবালী পুরকায়স্থ, প্রত্যেকটি চরিত্রেই দর্শকদের মন জয় করেছেন অরিজিতা। তাকে সৃজিত মুখার্জীর এক্স = প্রেম সিনেমাতেও দেখা গিয়েছিল। শীঘ্রই কিলবিল সোসাইটি সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ভালো অভিনয় করার সুবাদে ব্যাক টু ব্যাক কাজের প্রস্তাব পাচ্ছেন অরিজিতা। তার মাঝেই তার এমন পোস্ট দেখে চিন্তিত ভক্তরাও।