ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীকে অপমান! বাতিল হল অরিজিতের কলকাতার কনসার্ট, সত্যিটা জেনে চমকে যাচ্ছেন ভক্তরা

শীতের মরসুমে শহর এবং শহরতলীতে এখন নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নামিদামি গায়ক-গায়িকাদের নিয়ে বিভিন্ন কনসার্টের আয়োজন হচ্ছে দেশের সর্বত্র। গায়কদের মধ্যে এখন গোটা দেশের নিরিখে এক নম্বরে রয়েছেন অরিজিত সিং (Arijit Singh)। এই সময়টাতে আজ কলকাতা, কাল দিল্লি তো পরশু পুনে, প্রায়দিনই অনুষ্ঠান লেগেই রয়েছে অরিজিতের।

বহু সময় পরে আবার কলকাতার (Kolkata) লাইভ কনসার্টে হাজির হতে যাচ্ছেন অরিজিৎ সিং। সেই মর্মে কলকাতার ইকোপার্কে আয়োজন ছিল তুঙ্গে। অরিজিতের কলকাতার কনসার্টের টিকিটের দাম সোশ্যাল মিডিয়াতে প্রচার হতেই চোখ কপালে উঠেছিল ভক্তদের। একটি টিকিটের দাম ২৫ থেকে ৫০ হাজার! দেখেই চমকে যাচ্ছিলেন ভক্তরা।

কিন্তু এখন যা জানা যাচ্ছে তাতে ৫০০০০ টাকা দিলেও অরিজিতের দর্শন মিলবে না ইকোপার্কে‌। ইতিমধ্যেই নাকি তার সেই শো বাতিল হয়ে যেতে বসেছে। কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে তিনি ‘গেরুয়া’ গানটি গেয়ে শোনান। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল শোরগোল পড়ে যায়।

মুখ্যমন্ত্রীর সামনে অরিজিৎ গাইছেন ‘রং দে গে তু মোহে গেরুয়া’! ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে এই গানটি গাওয়ার জন্য অরিজিৎকে নিয়ে মজার মিমে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অনেকে মজা করে লিখছেন মমতা ব্যানার্জীর সামনে গেরুয়া গান গাওয়ার জন্যই নাকি অরিজিতের শো বাতিল হল! সত্যিই কি তাই?

অবশেষে প্রকাশ্যে এল ইকোপার্কে অরিজিতের কনসার্ট বাতিল হয়ে যাওয়ার পেছনের আসল কারণটা। এই শোয়ের জন্য আয়োজক সংস্থার থেকে অগ্রিম ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সেই শোয়ের টাকা ফেরত চলে যাওয়াতেই ছড়াচ্ছে গুঞ্জন। তবে হিডকোর তরফ থেকে অবশ্য উঠে এসেছে অন্য এক তথ্য।

অরিজিতের উপস্থিতি উপলক্ষে ইকোপার্কের তুমুল জনসমাগমের কথা চিন্তা করেই নাকি শো আগেভাগেই বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। অরিজিতের গুজরাটের কনসার্টে সম্প্রতি বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দর্শকদের মধ্যে। প্রচন্ড ভিড়ে পদপৃষ্ঠ হতে হয়েছিল বেশ কয়েকজনকে। তাই ইকো পার্কের বদলে সায়েন্স সিটি, মিলনমেলা প্রাঙ্গণ বা নিকো পার্কের মত জায়গাতে নতুন করে শোয়ের পরিকল্পনা হচ্ছে।