পার্শ্বচরিত্র করতে করতে পেলেন নায়িকার রোল! কীভাবে অভিনয়ে এলেন মিঠিঝোরার রাই?

জি বাংলার মিঠিঝোরা সিরিয়ালের রাই ওরফে আরাত্রিকা মাইতি বর্তমানে দর্শকদের খুবই পছন্দের একজন নায়িকা। অবশ্য জি বাংলার সঙ্গে তার বন্ধুত্ব বেশ কয়েক বছরের পুরনো। খেলনা বাড়ি সিরিয়ালের নায়িকা মিতুল থেকে আজকের রাই, আরাত্রিকা মাইতির অভিনয় যাত্রাটা খুবই বর্ণময়। তবে অনেকেই হয়তো জানেন না অভিনেত্রী কিন্তু আরও বেশ কয়েক বছর আগেই অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। তার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল বাংলা সিরিয়ালের পার্শ্ব চরিত্র দিয়ে।

জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়াল দিয়েই কিন্তু আরাত্রিকা মাইতির পথ চলার শুরুটা হয়েছিল। সেই সময় অবশ্য ওই সিরিয়ালে তার কোনও ডায়লগ ছিল না। তিনি একটি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেন। ডায়লগ না থাকলেও ওইটুকু স্ক্রিন প্রেজেন্স দিয়েই কিন্তু সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর তাকে সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকের নায়িকা হিসেবে সুযোগ দেওয়া হয়। মুখ্য রোলে সেখানেই তিনি তার প্রথম সুযোগটা পান।

Aratrika Maity

নায়িকা হিসেবেও আরাত্রিকা যখন দশে দশ পেলেন তখন জি বাংলা থেকে এলো ডাক। তাকে খেলনা বাড়ি সিরিয়ালের মিতুল চরিত্রের জন্য বাছাই করা হয়। খুব অল্প দিনের মধ্যেই ভালো টিআরপি দখল করে নেয় এই সিরিয়াল। অভিনয় দিয়ে দর্শকদের আরো কাছাকাছি পৌঁছে যান আরাত্রিকা। এই সিরিয়াল রাতারাতি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাই ওই সিরিয়াল শেষ হওয়ার পর মিঠিঝোরা সিরিয়াল থেকে তিনি ডাক পেলেন।

আরও পড়ুন : এবার শাশুড়ি-জামাইয়ের বিয়ে দেবেন লীনা গাঙ্গুলী! চরম নিন্দা হল বাংলা সিরিয়ালের

Aratrika Maity

আরও পড়ুন : জি বাংলা থেকে স্টার জলসা, বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা বেতন পায় দেখুন

অবশ্য মিঠিঝোরাও এখন নাকি শেষের পথে। এখন অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট একটিভ থাকেন অভিনেত্রী। তার বিভিন্ন ডেইলি ভ্লগ দেখতে নেট নাগরিকরা পছন্দ করেন। ভবিষ্যতে তাকে আরও নতুন নতুন সিরিয়াল, ওয়েব সিরিজ এমনকি সিনেমাতে দেখার জন্যেও আগ্রহী ভক্তরা।