মাঝে আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। দশ মাসের মাথায় এসে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)। এই বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে বহু বছর বাদে আবার বাংলা সিরিয়ালে ফিরে এসেছিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তবে দর্শকদের মন খারাপের কিন্তু কোনও কারণ নেই। কারণ লক্ষ্মী কাকিমা বন্ধ হলেও অপরাজিতা কিন্তু থেকে যাচ্ছেন জি বাংলার (Zee Bangla) ঘরের মেয়ে হয়ে।
খুব শীঘ্রই জি বাংলাতে আসছে নতুন একটি রিয়েলিটি শো যার নাম ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla)। এই বছর পূজোর আগে থেকে নতুন এই গেম শোয়ের খবর এসেছিল। আগামী ২ রা জানুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৪.৩০ এর সময় সম্প্রচারিত হবে এই নতুন গেম শো। প্রথমে ইন্দ্রানী হালদারকে এই শোয়ের প্রচার করতে দেখা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে সঞ্চালনার দায়িত্ব নাকি সামলাবেন অপরাজিতা।
দীর্ঘ ১৭ বছরের পুরনো কুকারি শো জি বাংলা রান্নাঘরকে তার জায়গা থেকে সরিয়ে সেই জায়গায় আসছে, ঘরে ঘরে জি বাংলা। স্টার জলসার শ্রীময়ীর পর জি বাংলাতে এই নতুন শোয়ের মাধ্যমে আবার টেলিভিশনের পর্দায় ফিরেছেন ইন্দ্রানী হালদার। দর্শকরা অবশ্য চেয়েছিলেন ‘গোয়েন্দা গিন্নী’র নতুন সিজন নিয়েই আবার জি বাংলাতে ফিরে আসুন ইন্দ্রানী। তবে এখনই তার কোনও খবর নেই।
কাজেই নতুন এই গেম শোয়ের সঞ্চালিকার মুখ হিসেবে ইন্দ্রানীকে দেখে অনেকেই আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে আবার মন খারাপ হয়ে গেল ইন্দ্রানীর ভক্তদের। কারণ জি বাংলার তরফ থেকে ফের ঘরে ঘরে জি বাংলার নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইন্দ্রানীর বদলে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অপরাজিতা। সত্যিই কি তাহলে গেম শো শুরু হওয়ার আগেই বাদ পড়লেন ইন্দ্রানী?
শুরু হওয়ার আগেই সঞ্চালিকার মুখ বদল নিয়ে এখন তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। তবে না, ইন্দ্রানী বা অপরাজিতার ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ এই নতুন গেম শোয়ের সঞ্চালিকা একজন নয়। অর্থাৎ ইন্দ্রানী হালদার এবং অপরাজিতা আঢ্য মিলেমিশে কাজ করবেন এখানে। সঞ্চালিকার জায়গাতে দুজনকেই তাই দেখা যাবে।
খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ৩১শে ডিসেম্বর এই সিরিয়ালের শেষ শুটিং হতে চলেছে। কাজেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মী কাকিমা শেষ সম্প্রচার হয়ে যাবে। সিরিয়াল শেষ হতে না হতেই অপরাজিতার হাতে চলে এল নতুন গেম শোয়ের সুযোগ।