গালভর্তি আঁচড়ের দাগ! বাড়ির সদস্যের হাতেই গুরুতর আহত রান্নাঘরের সুদীপা, জানালেন অভিযোগ

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই শেষ হয়ে যাবে জি বাংলা (Zee Bangla) রান্নাঘর (Rannaghor) কুকারি শোটি। দীর্ঘ ১৭ বছর ধরে জি বাংলার পর্দায় সগর্বে চলেছে এই শো। সুদীপা চ্যাটার্জীর (Sudipa Chatterjee) হাত ধরেই শুরু হয়েছিল সেই নতুন যাত্রা। সুদীপার হাত ধরেই শেষ হতে চলেছে জি বাংলার রান্নাঘর। এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে রান্নাঘরের শেষ শুটিং। আপাতত বাড়িতেই আছেন সুদীপা। তবে নিজের বাড়ির সদস্যের হাতেই আক্রমণের শিকার হতে হল তাকে।

গাল ভর্তি আঁচড়ের দাগ, সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুদীপার রাশি রাশি জুতো! দেখলেই মনে হয় ঘরে যেন একটা হুলস্থুল কান্ড বেঁধে গিয়েছে। এই অবস্থাতেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেখালেন সুদীপা। সুদীপার শেয়ার করা ওই ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে তার গালে লাল আঁচড়ের দাগ। পায়ের জুতোগুলোর অবস্থাও সুদীপার মুখের মতই!

সুদীপার চপ্পলগুলোর কোনওটাতে কামড়ের দাগ, কোনওটার অবস্থা আরও সঙ্গীন উধাও হয়ে গিয়েছে চপ্পলের অর্ধেকটা অংশ। কে হঠাৎ এমন অত্যাচার করল সুদীপা এবং তার জুতোগুলোর উপর? তার সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রান্নাঘরের রানী। সে আর কেউ নয় সুদীপার পোষ্য গ্রেট ডেন সারমেয়! বয়স তার মাত্র ছয় মাস। তবে বড় বড় কান্ড ঘটাতে সে বেশ ওস্তাদ।

এতটুকু বয়সে যে কীর্তি কারবার ঘটাচ্ছে এই খুদে তা দেখে তাকে হার্লে কুইন নাম দিয়েছেন সুদীপা। সে শুধু সুদীপার জুতোগুলোরই পঞ্চত্ত্ব প্রাপ্তি ঘটিয়েছে তাই নয়, সুদীপার গালে এবং মাথায় আঁচড় দিয়ে তাকে আহত করেছে। তবে এত কিছুর পরেও সে নির্বিকার। এত বড় তান্ডব চালিয়েও এতটুকু অনুশোচনা নেই তার মধ্যে।

সুদীপা তার পোষ্যের উপর কপট রাগ দেখালেও তিনি কিন্তু মজা করেই ভিডিওটি বানিয়েছেন তা স্পষ্ট। সুদীপা আসলে বরাবরই সারমেয়প্রেমী। তার বাড়িতে একাধিক পোষ্য রয়েছে। কিছুদিন আগেই তার প্রাণের চেয়েও প্রিয় পোষ্য ভানুর মৃত্যু হয়েছে। ভানুর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সুদীপা। তার কিছুদিন পরেই তার পরিবারে আসে এই নতুন পোষ্য যার নাম ভান্টু অর্থাৎ ভানু পার্ট ২।

উল্লেখ্য, আগামী পয়লা জানুয়ারি রান্নাঘরের অন্তিম সম্প্রচার হবে। তারপর রান্নাঘরের জায়গায় আসবে নতুন একটি গেম শো ঘরে ঘরে জি বাংলা। সোম থেকে শনিবার প্রতিদিন বিকেল সাড়ে চারটের সময় দেখতে পাবেন এই নতুন গেম শো। সঞ্চালনার দায়িত্ব থাকছেন ইন্দ্রানী হালদার এবং অপরাজিতা আঢ্য। রোজ একটা করে নতুন পরিবারের কাছে পৌঁছে যাবে ঘরে ঘরে জি বাংলার টিম।