সূর্য জেনে গেল রূপার মায়ের পরিচয়! অনুরাগের ছোঁয়ার নতুন এপিসোডে থাকছে মহাচমক

সূর্যর সামনে ফাঁস হতে বসেছে রূপার মায়ের আসল পরিচয়, ধারাবাহিকে আসছে জমজমাট টুইস্ট

Anurager Chhowa New Promo On Air Surjo Will Know Deepa`s Real Identity

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালটিতে প্রায় প্রতিটি এপিসোডেই থাকছে নতুন নতুন চমক। গত কয়েক মাস ধরে এই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। তাই বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে টপার হচ্ছে অনুরাগের ছোঁয়া। সামনে সিরিয়ালে আরও অনেক নতুন মোড় আসছে। এবার সূর্যর সামনে আসতে চলেছে রূপার আসল পরিচয়। তারপর সিরিয়ালে আসবে একটা দুর্দান্ত টুইস্ট।

রূপার আসল পরিচয় না জানলেও এরই মধ্যে তার সঙ্গে সূর্যের একটা ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে সোনা তার ফুলমা অর্থাৎ দীপার প্রতি দুর্বল হয়ে পড়েছে। দুই যমজ মেয়ে নিজেদের অজান্তেই তাদের বাবা-মায়ের খুব কাছে চলে এসেছে। তবে আসল সত্যিটা জানাজানি হলে ‌ তখন রূপাকে কি আদেও মেনে নেবে সূর্য? এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূর্য সম্প্রতি দীপাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে দীপার মেয়ে কখনও যদি তার সামনে এসে দাঁড়ায় তাহলে সে নিজের মাথার ঠিক রাখতে পারবে না। এদিকে নিজের অজান্তে সূর্য আবার রূপার পড়াশোনা দায়িত্ব নিয়ে বসে। নিজের মেয়েকে এত ঘৃণা করে সূর্য, আবার নিজের অজান্তে তারই পড়াশোনার দায়িত্ব নিয়েছে সে। তাই সূর্যকে রূপার আসল পরিচয়টা দিতে পারে না দীপা।

এরই মধ্যে এবার ধারাবাহিকের তরফ থেকে নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সূর্যর বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং রূপাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে দীপাও চলে আসে। দীপাকে দেখে রূপা তাকে মা বলে ডেকে ওঠে। সোনাও ফুল মা বলে ডাকে দীপাকে। সূর্যর সামনে ফাঁস হয়ে যায় রূপার মা এবং সোনার ফুল মার প্রকৃত পরিচয়।

নতুন এই প্রোমো দেখে দর্শকরা বেশ উৎসাহিত। কারণ এতদিনে সূর্যের সামনে অনেক অজানা সত্যি উঠে আসবে। কিন্তু সূর্য কি রূপাকে নিজের সন্তান বলে মেনে নেবে? কারণ দীপার সন্তানকে সে তার নিজের বলে মানে না। যে কারণে গর্ভাবস্থায় শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে দীপা। তারপর থেকে রূপাকে সে একাই মানুষ করেছে। এতদিনে রূপা তার বাবার সংস্পর্শে আসতে পেরেছে। বাবার ভালবাসা রূপার কপালে সইবে কি? উত্তর মিলবে আগামী পর্বে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)