ঐশ্বর্যর ভুলেই করিশ্মা আজ সুপারস্টার! এই ছবির প্রস্তাব ফিরিয়ে আজীবন পস্তাচ্ছেন রাই সুন্দরী

কাপুর পরিবারের যোগ্য উত্তরসূরী হলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor)। বলিউডের (Bollywood) বিখ্যাত এই পরিবারের বর্তমান প্রজন্মের মধ্যে সব থেকে বেশি সফল বলা যেতে পারে তাকে। যদিও তিনি অবশ্য বেশ কয়েক বছর আগেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু ৯০ এর দশকে তার যে জনপ্রিয়তা ছিল তা ছিল আকাশ ছোঁয়া। তবে করিশ্মার কেরিয়ারের উত্থানের পেছনে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) অনেক বড় হাত ছিল।

করিশ্মা তার কেরিয়ারে আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, গোবিন্দা, সালমান খান, অজয় দেবগন, অনিল কাপুর, ঋত্বিক রোশন সহ একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেন। ১৯৯৬ সালে আমির খানের সঙ্গে ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। শোনা যায় ৫.৭৫ কোটি টাকা বাজেটের ছবিটি ৭৬.৩৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

‘রাজা হিন্দুস্তানি’ ছবিটি করিশ্মার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তবে জানেন কি এর পুরো কৃতিত্বটা ঐশ্বর্য রাই বচ্চনকেই দেওয়া উচিত? কারণ ঐশ্বর্যর একটা ছোট্ট ভুলের কারণেই ইন্ডাস্ট্রিতে রাতারাতি করিশ্মার জায়গা পাকা হয়ে গিয়েছিল। কারণ ছবিটির প্রস্তাব প্রথমে কিন্তু ঐশ্বর্যের কাছেই গিয়েছিল। কিন্তু তিনি ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এতে শাপে বর হয় করিশ্মার। তিনি ঐশ্বর্যর ছেড়ে দেওয়া ছবি করেই এত জনপ্রিয়তা পান।

১৯৯৪ সালে সদ্য সদ্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন ঐশ্বর্য। এরপর তার কাছে বলিউড থেকে অনেক ছবির প্রস্তাব এসেছিল। কিন্তু ঐশ্বর্য তখন পুরোদমে পড়াশোনাতে মন দিয়েছিলেন। একইভাবে ‘রাজা হিন্দুস্তানি’ ছবির প্রস্তাব গিয়েছিল তার কাছে। কিন্তু ঐশ্বর্য এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। তারপর সেটি করিশ্মার কাছে যায়। বাকিটা ইতিহাস।

‘রাজা হিন্দুস্তানি’ ছবির কারণেই কিন্তু সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জয় করেছিলেন করিশ্মা। এছাড়াও তিনি একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন এই ছবি দৌলতে। কারিশমার ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্রগুলো ছিল ‘প্রেম কয়েদি’, ‘আনারি’, ‘রাজাবাবু’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘সাজন চলে সাসুরাল’, ‘দিল তো পাগল হে’ ইত্যাদি।

এরপর ১৯৯৭ সালে ঐশ্বর্য প্রথমবার ছবি দুনিয়াতে পা রাখেন। তবে প্রথমেই কিন্তু তিনি হিন্দি ছবিতে অভিনয় করেননি। দক্ষিণে মনিরত্নমের ‘ইরুভার’ ছবি দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। ১৯৯৯ সালের সালমান খানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির মাধ্যমে তিনি বলিউডে প্রবেশ করেন।