‘লাবণ্য’ চরিত্রে আর দেখা যাবে না রূপাঞ্জনাকে? রাতারাতি অনুরাগের ছোঁয়া ছেড়ে দিলেন দীপার শাশুড়ি

Rupanjana Mitra In New Movie : রুপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), এই মুহূর্তে টেলিভিশনে দাপিয়ে কাজ করছেন। এছাড়াও তিনি টলিউড (Tollywood) – এর একজন গুণী অভিনেত্রী। বর্তমানে স্টার জলসা (Star Jalsha) -র অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকে দীপার শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। আর তার এইরকম একটি পজেটিভ চরিত্রে অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন। কিন্তু এসবের মধ্যেই জল্পনা উঠেছে রুপাঞ্জনাকে আর নাকি দেখা যাবে না লাবণ্য চরিত্রে।

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র কাজ শুরু করেছিলেন ২০০০ সালে। তার প্রথম ডেবিউ ‘চোখের বালি’ ধারাবাহিক দিয়ে। এরপর তিনি তার অভিনয় কেরিয়ারে একগুচ্ছ ছবি এবং সিরিয়ালে অভিনয়। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিকে অন্যতম একটি চরিত্র হলো লাবণ্য সেনগুপ্তের চরিত্রটি। আর এই চরিত্রে তার নিপুণ অভিনয়ের জন্য একাধিক পুরস্কার অর্জন করেছেন ইতিমধ্যে।

Rupanjana Mitra

সাম্প্রতিক অতীতে যে কয়টি ধারাবাহিক মানুষের মন জয় করেছে তার মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় রাজ করছে সিরিয়ালটি। আর এখন তো ধারাবাহিকের প্রতি এপিসোডেই থাকছে নতুন চমক। কারণ মিশকার ছল চাতুরী প্রায় শেষের মুখে। আর এই ধারাবাহিকে প্রত্যেকটি চরিত্রই নজর কাড়ার মত। তার মধ্যে একটি দীপার শাশুড়ির চরিত্রটি।

আসলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা পিছনে দীপা আর সূর্যের পাশাপাশি লাবণ্য সেনের অবদান অনেকখানি। তবে আচমকাই শোনা যাচ্ছে যে এই ধারাবাহিকে আর দেখা যাবে না এই অভিনেত্রীকে। কারন তিনি নাকি অন্য একটি চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এমনটা জানা গেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে। যদিও এই ব্যাপারে এখনও সিওর ভাবে কিছু জানা যায়নি।

Rupanjana Mitra

আসলে রুপাঞ্জনা মিত্র পুলিশের ড্রেস পরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, এক্ষুনি তৈরি নয়, একটা নতুন চরিত্রের জন্য পোশাকের ট্রায়াল দিলাম। এরপর হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেন ওসি সুধা মালাকার, কালিয়াচক। অর্থাৎ মালদার কালিয়াচকের ভয়াবহ খুনের ঘটনা নিয়ে ছবি আসছে বড়ো পর্দায়। আর সেখানেই ওসি সুধা মালাকারের ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : ৭ বছরের ছোট প্রেমিক, অরিন্দম শীলের লালসার শিকার, দীপার শাশুড়ি ‘লাবণ্য’র জীবনে শুধুই বিতর্ক

আরও পড়ুন : ৪০ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন দীপার শাশুড়ি লাবণ্য, রইল পাত্রের পরিচয়

মালদার কালিয়াচকে এক নাবালক মহম্মদ আসিফ তার পরিবারের চার সদস্যকে খুন করেছিল। এই নারকীয় হত্যার পর ওই নাবালকের বিন্দুমাত্রও অনুশোচনাও ছিল না। এবার সেই হাড়হিম করা হত্যাকান্ড সিনেপর্দায় দেখা যাবে। ছবির নাম ‘কালিয়াচক-চ্যাপ্টার ওয়ান’। পরিচালনা করেছেন রাতুল মুখোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার টিজার পোস্টার প্রকাশ পেয়েছে। তবে এই ছবিতে রুপাঞ্জনা ছাড়াও অভিনয় করছেন দেবপ্রসাদ হালদার, পার্থ সারথী, রাতুল মুখোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্তর সহ অন্যান্যরা।